31 C
Kolkata
Friday, May 17, 2024

Masks ছাড়া চালকরা যাত্রী নিয়ে যান চলাচল করছেন, কোভিড বিধি না মেনে, আসানসোলের দৃশ্য

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন, আসানসোল শিল্পাঞ্চলের সাধারণ মানুষ কতোটা সতর্ক হয়ে রাস্তায় চলাফেরা করছেন সেটা দেখতে সকাল থেকে আমাদের ক্যামেরা রাস্তায়।

শনিবার সকালে আসানসোল বাস স্টান্ড সংলগ্ন অঞ্চলে গিয়ে দেখা যায়, টোটো অটো চালকেরা অধিকাংশ মাস্ক ছাড়াই অটো এবং টোটো চালাচ্ছেন।

আরও পড়ুন -  Odisha Train Accident: ১০১ জনের পরিচয় শনাক্ত হয়নি, ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার

কোভিড পরিস্থিতির সময় আসানসোল শিল্পাঞ্চলে মিনি বাস ও বড়ো বাস চলাচল কম রয়েছে, তাই এখন ভরসা বলতে অটো এবং টোটো।

কিন্তু পরিস্থিতি দেখে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, মাস্ক ব্যবহার না করে কি ভাবে বেশিরভাগ অটো এবং টোটো চালকরা রাস্তায় যানবাহন চালাচ্ছেন ?

আরও পড়ুন -  রোমান্সে ভরপুর এই নতুন ওয়েব সিরিজ, আগে দরজা বন্ধ করুন তারপর দেখুন

এমনটাই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরার সামনে। দেদার মাস্ক ছাড়া চালকরা যাত্রী নিয়ে যান চলাচল করাচ্ছেন।প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে। এই মহামারী পরিস্থিতিতে কোভিড বিধি না মানার চিত্র ধরা পড়ল আসানসোলের বেশ কিছু এলাকায়। কোন নিয়ম মানার দৃশ্য চোখে পড়লো না।

আরও পড়ুন -  Vaccine: ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও, শরীরে কমতে শুরু করছে অ্যান্টিবডি, দাবি করছে ICMR

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img