24 C
Kolkata
Tuesday, May 7, 2024

কুকুর রহস্য

Must Read

কুকুর রহস্য

হুমায়ূন কবীর ঢালী ( বাংলাদেশ )

তোমার বাড়িতে ঢুকতেই রোজ চোখে পড়ে
একটা কুকুর বের হয়ে যাচ্ছে
গৃহপালিত কুকুর নয়, নয় গলির চেনা কুকুর
কোত্থেকে আসে কোথায় যায়, কিছুই জানি না
তোমার কাছে জানতে চেয়েও সদুত্তর পাইনি
তুমি শুধুই বলেছ, কোনো কুকুর কখনো বেরিয়ে যায়নি
বরং তোমার সাফ জবাব, ‘কুকুরের চিন্তা বাদ দাও
কুকুর নাকি মানুষ যায় তা বাদ দিয়ে নিজের কথা ভাবো’
পরের বাক্য আরো কঠিন…
‘তোমাকেও অন্যকেউ কুকুর ভাবতে পারে!
তুমিও তো কুকুরের মতো লেজ গুটিয়ে পালাও’
এরপর আর জবাব থাকে না কোনো।

আরও পড়ুন -  Ankita Lokhande: সুশান্তের শেষ স্মৃতি চলে গেল, দুঃসংবাদ দিলেন অঙ্কিতা

দীর্ঘদিন কেটে গেছে
কুকুর রহস্য উদ্ধার করা যায়নি।

কিন্তু কুকুরটা আজও বেরিয়ে গেছে
আমার সামনে দিয়ে
বাম পাশের ফুলের বাগান মাড়িয়ে
গেট পেরিয়ে ডান পাশের গলি ধরে
এগিয়ে গেছে সামনে।

আরও পড়ুন -  Sandy Saha: হাসছে নেটজনতা, স্যান্ডি বাড়ির ছাদে কমলা গানে তুমুল নাচ দেখে

এই নিয়ে কোনো কথা নেই
ভাবনাও নেই
চুপটি করে এলাম
আবার বেরিয়ে যাবো
আমাকে দেখে কেউ যদি কুকুর ভাবে
তাতে আমার যায় আসে না
যেমন যায় আসে না অন্য কুকুরের।

আরও পড়ুন -  সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত, আফগানিস্তানের

সময়: দুপুর ২.১৫ মিনিট
১৭ ফেব্রুয়ারি ২০২১।
দোতলা বাস, ফার্মগেটের যানজট।

Latest News

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল!

গরম থেকে একটু শান্তি পেতে দিঘা-দার্জিলিং যাওয়ার জন্য ট্রেন দিল রেল! এই তাপপ্রবাহ থেকে একটু শান্তি পেতে এবার রেল দিলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img