38 C
Kolkata
Friday, May 3, 2024

ঝাড়খণ্ড সীমান্তে মাইথন জলাধার তথা পর্যটন কেন্দ্র

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ হাতে গোনা দিন কয়েক। আর তারপরেই ডিসেম্বর মাস, মানে বড়দিন ও পিকনিকের আমেজ ৷ যেখানে পর্যটন প্রিয় বাঙালি প্রকৃতির কোলে ঘুরতে বেরিয়ে পড়ে ৷ প্রতি বছরই পিকনিকের সময় বাংলা ঝাড়খণ্ড সীমান্তে মাইথন জলাধার তথা পর্যটন কেন্দ্রে দুর দুরান্ত থেকে পর্যটকেরা আসেন সবুজ ও জলাধারের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে ৷ পাশাপাশি স্থানীয়দের একদিনের বনভোজন বা চড়ুইভাতিতো আছেই ৷ ফলে বছরের এই সময় শীতের আমেজে পিকনিক করার আমেজ নিতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে ৷ যাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে জলবিহার বা নৌকোভ্রমণ ৷ ফলে শীতের আমেজ শুরু হতেই মাইথন জলাধারের নৌকা চালকেরা নৌকা মেরামতি বা রঙ করে সুন্দর ভাবে সাজানোর কাজ শুরু করে দেন ৷ সারা বছরে এই ডিসেম্বর ও জানুয়ারি মাসেই পর্যটকদের ঘিরে নৌচালকদের বাড়তি রোজগার ৷ কিন্তু এই বছর করোনা সংক্রমণের পরিস্থিতিতে মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক বা বনভোজনকে ঘিরে প্রকৃতির কোলে পর্যটকদের ভিড় হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ ফলে রোজগার নিয়ে আশঙ্কায় রয়েছেন নৌচালকেরা ৷ বর্তমানে দীর্ঘ লকডাউন পেরিয়ে নিউ নর্মাল পরিস্থিতির মধ্যেও করোনার প্রভাব কমেনি ৷ ফলে ভ্রমণ পিপাসু পর্যটকেরা ভ্রমণের জন্যে কতটা উৎসাহ পাবেন তা নিয়েই দুঃশ্চিন্তা শুরু হয়েছে স্থানীয়দের।

আরও পড়ুন -  Dance Video: তাদের গভীর ভালোবাসা নজর কেড়েছে নেটজনতার, কিং খানের গানে রিসেপশন পার্টিতে

Latest News

Gold Price Today: চড়লো সোনার দাম কলকাতায়, চিন্তায় পড়লেন মধ্যবিত্তরা

Gold Price Today: চড়লো সোনার দাম কলকাতায়, চিন্তায় পড়লেন মধ্যবিত্তরা।  ভারতবর্ষে সোনার ব্যবহার: ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন। ভারতের ইতিহাস ও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img