জয় হোক মানুষের

Published By: Khabar India Online | Published On:

জয় হোক মানুষের
মৌলি বণিক
বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর দিন আজ
আজ নয় উৎসবের দিন-
তবুও সোনারোদে শিশির ভেজা শিউলি সাজ
নীলিমায় আকাশ রঙীন।

সভ্যতা মানবতা প্রকৃতি- বন্ধনে আজ হোক নিবিড়
অদৃশ্য ঐক্যসূত্রে গাঁথা প্রতি প্রাণ
বিচ্ছিন্নতা ও বন্দিত্ব পেরিয়ে মিলন মন্ত্রে দাঁড়াক স্থির
আলোর পথে জীবনের অভিযান।

আরও পড়ুন -  ভারত, বিশ্বকাপের ফাইনালে প্রবেশ, এক ম্যাচে কী রেকর্ড করলো ভারতীয় ক্রিকেটাররা

সোচ্চার হও “জয় হোক মানুষের, ওই চিরজীবিতের”
আজকের সংকট বহুবিস্তৃত জানি,
তবু যে লড়াই এক জাতি সত্তার অহং ও অস্তিত্বের
সে সার্বিক বিপন্নতার গ্রাস নয় মানি।

আরও পড়ুন -  Road Accident: সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী, সড়ক দুর্ঘটনায় আহত