প্রায় ৩০০০ অটোচালক উপার্জনহীন হয়ে পড়লেন

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ ۔কোম্পানির মনমর্জিমাফিক সিদ্ধান্ত আর সেই কারণে প্রায় ৩০০০ অটোচালক উপার্জনহীন হয়ে পড়লেন। দূর্গাপূজার আগে গত তিনদিন ধরে গ্রেট ইস্টার্ন  এনার্জি কোম্পানি লিমিটেড থেকে কোনো রকমের সিএনজি গ্যাস সাপ্লাই হচ্ছেনা ফিলিং স্টেশনগুলোতে। এরপরে আসানসোলের এবং দুর্গাপুরে যে সমস্ত ফিলিং স্টেশন গুলি রয়েছে তাতে সিএনজি গ্যাসের আকাল। কোনও অটো সিএনজি পাচ্ছে না। সুত্র থেকে জানা গেছে আসানসোলে ৩ হাজার এবং দুর্গাপুরে ২ হাজার অটো আছে, যারা সিএনজিতে চালায়। আজ সিএনজি না পেয়ে বিক্ষোভে ফেটে পড়ে অটো চালকরা।

আরও পড়ুন -  জটিল এই রকম সমীকরণে সেমিফাইনাল খেলবে পাকিস্তান, সোশ্যাল মিডিয়ায় হাস্যকর মীম ছড়াছড়ি

তৃণমূল মোটর ওয়ার্কাসের নেতা রাজু আলুওয়ালিয়া জানান, আগামীকালের মধ্যে যদি না গ্যাস সরবরাহ শুরু হয় তাহলে বড় আন্দোলনে যাবে অটোচালকরা।

Leave a Comment