একটি দেশি পাইপগান সহ দীনবন্ধু শ্রীবাস্তব নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে
টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল হিরাপুর থানা বৃহস্পতিবার রাতে ধ্রুপডাঙাল অঞ্চল থেকে দীনবন্ধু শ্রীবাস্তব (৫০) নামের এক ব্যক্তিকে একটি দেশি পাইপগান সহ গ্রেপ্তার করে হীরাপুর থানার পুলিশ। গ্রেপ্তারের সময় ওই পাইপ গানটি ১০ ইঞ্চির একটি কার্তুজ ভরা ছিল। ধৃতের বিরুদ্ধে ৬০/২১ ডিটি, ২/৪/২১ ইউ/এস-২৫ ১বি(এ) অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।