34 C
Kolkata
Wednesday, May 15, 2024

কাজ হারানোর কথা না শুনে চলে গেলেন প্রার্থী সায়নী ঘোষ। অভিযোগ উঠেছে

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   কাজ হারিয়েছে স্থানীয় একটি গ্যাস উত্তোলন কারি সংস্থায়। সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার পরেও সমস্যা না মেটায় প্রার্থী কে ক্ষোভ জানাতে গেলে না শুনে চলে এলেন প্রার্থী।
রবিবার সন্ধ্যায় হীরাপুরের ধেনুয়া গ্রামে প্রচার করছিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার প্রার্থী সায়নী ঘোষ। সেই সময় ওই গ্রামে প্রচার করতে গেলে, তার গাড়িকে ঘিরে বিক্ষোভ শুরু করে এবং তাদের ক্ষোভের কথা উগরে দেয় গ্রামবাসীরা।

আরও পড়ুন -  দীপিকা পাড়ুকোনকে হারিয়ে দিলেন নেহা কক্কর, কিসে হারলেন ?

কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভের মুখে পড়তে হলো আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী সায়নী ঘোষকে। রবিবার সন্ধ্যায় আসানসোল পৌরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ড হীরাপুরের ধেনুয়া গ্রামে প্রচার চলাকালীন গ্রামবাসীরা প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলার আবেদন রাখে। কিন্তু প্রার্থী তাদের সাথে কথা বলতে আগ্রহী নয় বলে অভিযোগ তুলে, তারা বিক্ষোভ করতে শুরু করে। সে সময় সায়নী ঘোষ ঘটনাস্থল থেকে গাড়িতে চেপে প্রচার ছেড়ে বেরিয়ে যান বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, বিগত কয়েকমাস আগে কর্মহীন হয়ে পড়ে। একটি ভিডিও দেখিয়ে গ্রামবাসীরা বলতে থাকেন, বার বার বলা সত্বেও কোনো সুরাহা হয়নি। তাই তারা প্রার্থীর সাথে কথা বলতে চান। বিষয়টি নিয়ে প্রার্থী সায়নী ঘোষকে সাংবাদিকরা জিজ্ঞাস করলে তিনি এড়িয়ে চলে যায় গাড়িতে চেপে। বলতে বলতে যায় কোনো বিক্ষোভ হয়নি।

আরও পড়ুন -  মোর্চার প্রার্থী চন্ডী চট্টোপাধ্যায় চলবলপুর এলাকায় প্রচার করেন

Latest News

অমতে বিয়ে দেয়ার জন্য এই পরিনাম যুবতীর, প্রাইভেসি দেখুন তারপর এই শর্টফিল্ম দেখবেন

অমতে বিয়ে দেয়ার জন্য এই পরিনাম যুবতীর, প্রাইভেসি দেখুন তারপর এই শর্টফিল্ম দেখবেন।  শর্ট ফিল্ম: এক ঝলক, এক অনুভূতিঃ শর্ট ফিল্ম...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img