নরেন্দ্র মোদী দিল্লী থেকে দু পকেট ভরে মিথ্যে নিয়ে আসেঃ অনুব্রত মন্ডল
টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ পান্ডবেশ্বর বিধানসভার হরিপুর কোলিয়ারির মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে এক জনসভায় যোগ দিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। ভীড়ে ঠাসা এদিনের সভায় উপস্থিত ছিলেন পাশের জামুড়িয়া বিধানসভার প্রার্থী হরেরাম সিং সহ খনি অঞ্চলের অন্যান্য নেতৃত্ব। এদিনের সভায় প্রধানমন্ত্রীকে কার্যত তুলোধোনা করেন অনুব্রত মন্ডল। তিনি কটাক্ষ করে বলেন, নরেন্দ্র … Read more