37 C
Kolkata
Saturday, May 18, 2024

রাস্তা আর পানীয় জলের বন্দোবস্ত না হলে কোনও ভোট নয়

Must Read

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   রাস্তা আর পানীয় জলের বন্দোবস্ত না হলে কোনও ভোট নয়৷ এই শপথ নিয়েছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি গ্রাম৷ হাতে পোস্টার নিয়ে বুধবার গ্রামবাসীরা নিজেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছেন৷ শুধু তাই নয়, সমস্যার সমাধান না হলে কোনও রাজনৈতিক দল যেন গ্রামে ভোট প্রচারে না আসে, সে কথাও নিজেদের বাড়ির দেওয়ালে পোস্টার সেঁটে জানিয়ে দিয়েছেন তাঁরা৷ এদিন তাঁরা হাতে পোস্টার ধরে গ্রামে বিক্ষোভও দেখান৷

আরও পড়ুন -  ঐতিহ্যবাহী গম্ভীরা উৎসব শুরু হয়েছে

নলডুবি গ্রামটি ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে৷ গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের মূল রাস্তা সংস্কার করা হয়নি৷ বছর দুয়েক আগে রাস্তা সংস্কারের জন্য পঞ্চায়েতের তরফে কাজের বোর্ড বসানো হয়৷ কিন্তু রাস্তা আর হয়নি৷ তার ওপর গ্রামের একমাত্র গভীর নলকূপটিও অকেজো৷ দীর্ঘদিন ধরে গ্রামের মানুষজন এই দুই সমস্যা সমাধানের জন্য পঞ্চায়েতে আবেদন করেছেন৷ কাজের কাজ কিছু হয়নি৷ তাই এবার ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷

আরও পড়ুন -  কেরল ও মাহে-তে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী সহ কোনও কোনও অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় অতিভারী বর্ষণ এবং পরবর্তী ২৪ ঘন্টায় প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে

অন্যদিকে এই বিষয়ে জেলা তুণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস জানান,পানীয় জল নিত্য প্রয়োজনীয়, তাই তাদের ক্ষোভ হওয়াটাও স্বাভাবিক। কিন্তু মালদা বিধানসভায় কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কোন দিনও জিতেনি। অতিতেও দুই দুইবারের কংগ্রেস বিধায়ক আছেন। তাই এই সকল জনপ্রতিনিধিরা যদি কাজ না করে তাহলে মানুষের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। তাই জনগণের কাছে অনুরোধ করব ভোটাধিকারি প্রয়োগের মধ্য দিয়ে এমন জনপ্রতিনিধি নির্ণয় করুন যারা এলাকায় কাজ করে। আপনাদের কাছে একটা কথায় বলব দিদির পাশে থাকেন, দিদি মানেই উন্নয়ন।

আরও পড়ুন -  Johnny Depp-Amber Heard: মুখ খুললেন অ্যাম্বার হার্ড, জনি ডেপের বিরুদ্ধে মামলা

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img