31 C
Kolkata
Saturday, May 4, 2024

প্রচণ্ড গরমে কীভাবে শুটিং করছেন জগদ্ধাত্রী ও গীতা!

Must Read

প্রচণ্ড গরমে কীভাবে শুটিং করছেন জগদ্ধাত্রী ও গীতা!

বাংলা টেলিভিশন সিরিয়াল: এক ঝলক।

বাংলা টেলিভিশন সিরিয়াল দীর্ঘদিন ধরে বাঙালিদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম।

বিভিন্ন ধরনের সিরিয়াল:

বাংলা টেলিভিশনে বিভিন্ন ধরণের সিরিয়াল দেখা যায়। পারিবারিক, রোমান্টিক,
থ্রিলার, ঐতিহাসিক, কমেডি, সামাজিক – সব ধরণের গল্পই সিরিয়ালে ফুটে
ওঠে।

সিরিয়ালের প্রভাব:

বাংলা টেলিভিশন সিরিয়াল শুধু বিনোদনই প্রদান করে না, বরং
সামাজিক বার্তাও দেয়। অনেক সিরিয়াল নারীর ক্ষমতায়ন,
সমাজের কুসংস্কার ইত্যাদি
গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে।

বাংলা বিনোদন।

বাংলা বিনোদন, সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য বহন করে, যা শুধুমাত্র মনোরঞ্জনের মাধ্যম সীমাবদ্ধ নয়, বরং সমাজ ও সংস্কৃতির প্রতিফলন ঘটায়।

নাট্য: থিয়েটার, টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ।
চলচ্চিত্র: বাংলা চলচ্চিত্র শিল্প সমৃদ্ধ ঐতিহ্য ও খ্যাতির অধিকারী।

মনোরঞ্জন: ক্লান্তি দূর করে, মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করে।
সামাজিক বার্তা প্রচার: সচেতনতা বৃদ্ধি, সমাজ সংস্কারে ভূমিকা থাকে।
সংস্কৃতি ধারণ ও প্রচার: ঐতিহ্যবাহী রীতিনীতি, মূল্যবোধ টিকিয়ে রাখে।
অর্থনৈতিক অবদান: কর্মসংস্থান সৃষ্টি, রাষ্ট্রের আয় বৃদ্ধি করে।

আরও পড়ুন -  ঝাঁ চকচকে নতুন বাইক, উচ্চ মাইলেজ, বিশিষ্ট বাইক Bajaj

তীব্র তাপদাহে (Summer) পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। লাগাম ছাড়া দাবদাহে ঘর থেকে বাইরে যেতে খুবই চিন্তায় পড়েছেন মানুষ। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, জরুরি কারণ ছাড়া তাপপ্রবাহের বাড়ির বাইরে না বেরোনোই ভালো। এদিকে স্টুডিও পাড়ায় আবার অন্য চিত্র।

সব ঋতুতে সবসময়ই থাকে ব্যস্ততা এখানে। বিশেষ করে সিরিয়ালের শুটিংয়ের (Shooting) ব্যস্ততা সবসময়ই তুঙ্গে থাকে।

জানা গিয়েছে, তীব্র তাপদাহের কথা চিন্তা সিনেমা ও ওয়েব সিরিজের শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। এই দুটির ক্ষেত্রেই আউটডোর শুটিং একটা বড় ভূমিকা থাকে। এই গরমে বাইরে শুটিং করা এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু ধারাবাহিকের ক্ষেত্রে ব্যাপারটা আবার সেই রকম নয়।

অধিকাংশটাই সেট বানিয়ে ইনডোর শুটিং হয়। সেই জন্য সিরিয়ালের শুটিংয়ে কোনো ছুটি নেই। ডেইলি সোপের যেহেতু নিয়মিত সম্প্রচারের ব্যাপার আছে, সেই জন্য শুটিংও চলছে রমরমিয়ে। কিন্তু এই গরমে কীভাবে হচ্ছে শুটিং?

আরও পড়ুন -  এই ওয়েব সিরিজগুলি ১৮+এর জন্য, সাহসী দৃশ্যে ভরপুর, একলা থাকলে তারপর ক্লিক করুন

জি বাংলার ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের শুটিং গল্পের দাবি মেনেই ইনডোর ও আউটডোর দুটি মিলিয়েই হয়। এখন আউটডোর শুটিং হচ্ছে। কিন্তু অভিনেত্রী অঙ্কিতা মল্লিক সংবাদ মাধ্যমকে জানান, যতটা গরম এড়িয়ে থাকা সম্ভব, সকলে সেই চেষ্টাই করছেন। তবুও বারবার যাওয়া আসায় ঠাণ্ডা গরম লেগে গিয়েছে অনেকেরই। তিনি নিজেও সাবধানতা অবলম্বন করছেন, বাড়িতে মায়ের বানানো হালকা খাবার সেটে নিয়ে আসছেন অঙ্কিতা।

এদিকে স্টার জলসার ‘গীতা এলএলবি’ সিরিয়ালের অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায় জানান, গরমে তাঁর আইনজীবীর কালো কোট বারংবার ঘামে ভিজে যাচ্ছে। প্রচুর পরিমাণে গ্লুকোজের জল খাচ্ছেন তিনি। হিয়া আবার জানান, আউটডোর শুট থাকলে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যায় শুটিংয়ে।

দীর্ঘ অসুস্থতার পর অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় ফিরছেন শুটিংয়ে। তিনি জানান, নির্মাতাদের তিনি বলেছেন, তাঁকে যেন মাঝে মাঝে শোওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়।

আরও পড়ুন -  Gerard Pique: পিকে বিদায় বললেন ফুটবলকে

চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় বলেন, ইনডোর শুটিং এসি ফ্লোরেই হয়। আউটডোর শুট থাকলে সকলকে গ্লুকোজের জল দেওয়া হয়। এই গরমে শুটিং করা কঠিন বলে মেনে নিলেও লীনা গঙ্গোপাধ্যায় বলেন, এমন অনেক টেকনিশিয়ান হয়তো আছেন যাদের বাড়িতে এসি নেই। শুটিং ফ্লোরে তাঁরা একটু আরাম পান। এছাড়া সিরিয়ালগুলি সপ্তাহে সাতদিনই সম্প্রচার হয়, সেই জন্য শুটিং বন্ধ রাখা সম্ভব নয়। আউটডোর শুটিং থাকলে বাইরে বড় স্ট্যান্ড ফ্যান ও ছাতার ব্যবস্থা আছে বলে জানা যাচ্ছে।

উপসংহার:

বাংলা বিনোদন কেবল মনোরঞ্জনের মাধ্যম নয়, বরং সমাজের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি সংস্কৃতি ধারণ করে, সামাজিক বার্তা প্রচার করে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে।

ট্যাগঃ
জগদ্ধাত্রী, শুটিং, গ্রীষ্ম, টেলিভিশন সিরিয়াল

Latest News

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img