33 C
Kolkata
Sunday, May 5, 2024

গ্রীষ্মকালের দহন

Must Read

গ্রীষ্মকালের দহন

অগ্নিঝরা রোদের তীব্রতা,
পৃথিবী যেন আগুনে জ্বলছে।
বাতাসে গরমের ঝাপটা,
ঘামে ভিজে সব শরীর প্যাচ প্যাচ করছে।

পাখিরা গান গাইছে না,
গাছের পাতা ঝরে গেছে।
নদী-নালা শুকিয়ে গেছে,
মাঠে ফসল পুড়ছে।

আরও পড়ুন -  আপেলের রাবড়ি মিষ্টি'র বদলে

মানুষ ঘরে বন্দি,
বাইরে বেরোনোর ইচ্ছে নেই।
শুধু ঠান্ডা জল আর ঠান্ডা ঘর,
এটাই সবাই চাইছে।

এই গরমের মাঝেও,
কিছু সুখ আছে লুকিয়ে।
আমের শরবত, সাথে ঠান্ডা জল,
আর বন্ধুদের সাথে আড্ডা।

আরও পড়ুন -  Brazil-Switzerland: ব্রাজিলকেও হারানোর ক্ষমতা রাখে সুইজারল্যান্ডঃ কোচ ইয়াকিন

গরমের কষ্ট সহ্য করে,
উপভোগ করি
গ্রীষ্মের এই সুখ।

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img