35 C
Kolkata
Wednesday, May 15, 2024

Gold Price Today-সোনার গয়নার কি খবর আজকে? দাম কমেছে কলকাতায়

Must Read

Gold Price Today-সোনার গয়নার কি খবর আজকে? দাম কমেছে কলকাতায়

সাতপাকে বাঁধা পড়ার হিড়িক রয়েছে এখন বাংলায়। ফাগুন মাস মনে আনে রঙের ছোঁয়া। কলকাতা থেকে গ্রাম বাংলার ঘরে ঘরে বাজছে উলু ও শাঁখ। কারোর বাড়িতে চলছে তোড়জোড় বিয়ের।

যেমন শাড়ির দোকান থেকে গয়নার দোকানেও প্রতিদিনই আসছেন হাজার হাজার ক্রেতা। নবদম্পতিকে উপহার দেওয়ার জন্য কিনছেন গয়না, আবার কেউ নিজের ছেলে অথবা মেয়ের জন্য গয়না কিনছেন।
সম্প্রতি এই হলুদ ধাতুর মূল্যবৃদ্ধির জন্য চিন্তায় রয়েছে মধ্যবিত্তরা।

আরও পড়ুন -  চুপিসারে বিয়ে সেরে ফেললেন বিজেপি নেতা অরবিন্দ মেনন, রইলো অনুষ্ঠানের সব ছবি

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্দ্ধমুখী। আজকে সপ্তাহের লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল ঊর্দ্ধমুখী।
এদিন সামান্য হ্রাস পেয়েছে রূপোর দাম। আজকে কলকাতায় সোনার দরদাম অর্থাৎ বাজার কেমন দেখুন।

আজকে কলকাতায় সোনার দাম (০৭.০৩.২০২৪-বৃহস্পতিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৫,১৪০ টাকা।

আরও পড়ুন -  Hottest Place: লুত মরুভূমি, উষ্ণতম স্থান বিশ্বে, ইরান

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৯,৭১০ টাকা।
গতকাল কলকাতায় ছিল সোনার দাম (০৬.০৩.২০২৪-বুধবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬৫,১৩০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৯,৭০০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০ টাকা।

আরও পড়ুন -  Gold Price after Union Budget: আরও দামী হল সোনা, বাজেট ঘোষণার পর, ব্যবসায়ীদের হাত মাথায়

আজকে কলকাতায় রূপোর দাম (০৭.০৩.২০২৪-বৃহস্পতিবার)
৭৪,৪০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (০৬.০৩.২০২৪-বুধবার)
৭৪,৫০০ টাকা প্রতি কেজি।

আজ মূল্যহ্রাস
১০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ব বাজারে সামান্য ঊর্দ্ধমুখী রয়েছে সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২১২৫.৩০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২১৫১.৩০ মার্কিন ডলার। প্রভাব দেশীয় বাজারে দেখা গেছে। সোনার দাম রয়েছে ঊর্ধ্বমুখী।

Latest News

সেই তাপপ্রবাহ কি আবার আসবে? বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায় আজকে

সেই তাপপ্রবাহ কি আবার আসবে? বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায় আজকে।  গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল, বছরের সেই...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img