37 C
Kolkata
Thursday, May 16, 2024

Gold Price after Union Budget: আরও দামী হল সোনা, বাজেট ঘোষণার পর, ব্যবসায়ীদের হাত মাথায়

Must Read

ব্যাপক দাম ওঠানামা করছে সোনা ও রুপোর চলতি বছরের শুরু থেকেই। বিয়ের মরশুমে সোনার এমন দাম দেখে মুখ থেকে হাসি উড়েছে মধ্যবিত্তদের।

জানুয়ারি মাসের শেষ দিকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল স্বর্ণ ব্যবসায়ীদের। এবার তাদের কফিনে শেষ পেরেক পুতলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতরমণ।

আরও পড়ুন -  এই প্রকল্পে পেয়ে যান ১০ লাখ টাকা, মোদি সরকারের, প্রকল্পের ব্যাপারে জানুন

নির্মলা সীতারামনের শুল্ক বৃদ্ধির ঘোষণায় সোনা হয়েছে আরও দামী। সোনার দাম বাড়ায় আষাঢ়ে মেঘ স্বর্ণ ব্যাবসায়ী, কারবারি এবং শিল্পীদের কপালে।

পয়লা ফেব্রুয়ারি কলকাতার বাজারে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৮ হাজার ৫৫০ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার ৫৫০ টাকা। দাম বাড়ার পরে নতুন দাম হতে চলেছে প্রায় ৬০ হাজার টাকার কাছাকাছি।

আরও পড়ুন -  Delhi Mayor: দিল্লি নতুন মেয়র পেল

করোনাকালের মন্দা এবং লোকসান কাটিয়ে ২০২৩-২৪ অর্থবর্ষে স্বর্ণব্যবসায়ীদের ফের ঘুরে দাঁড়ানোর প্রয়াস আর হয়তো বাস্তবায়িত হবে না। বিশেষজ্ঞরা জানিয়ে রেখেছে যে, চলতি বছরে সোনার দাম সমস্ত রেকর্ড ভেঙে ৬০-৬৪ হাজার প্রতি ১০ গ্রামে পৌঁছে যেতে পারে।

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম পরিবর্তন সপ্তাহের শুরুতে, সুযোগ কি আছে কেনার?

প্রতীকী ছবি।

Latest News

হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন

হাঁটুর বয়সী যুবক কাকিমার গোপন চাহিদা মেটালেন, এই শর্টফিল্ম একা একা দেখবেন ( Kakima's secret needs are met by...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img