31 C
Kolkata
Friday, April 19, 2024

Gold Price Today: সোনার দাম পরিবর্তন সপ্তাহের শুরুতে, সুযোগ কি আছে কেনার?

Must Read

সাধারণ মানুষের বিনিয়োগের ধ্যান ধারণা অনেক বদল এসেছে। বিনিয়োগের কথা উঠলে সবার আগে মনে আসে সোনা-রুপোর প্রসঙ্গ। যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রাখা খুব জরুরি। কেন না সোনা-রুপোর দাম প্রতি দিনই পালটায়। কখনও বাড়ে, আবার কখনও কমে। বিবাহের মতো অনুষ্ঠানের আগে উপহার দেওয়ার জন্যও সোনা এবং রূপোর গয়নার দিকে নজর থাকে সবার।

আরও পড়ুন -  Gold Price Today: বিয়ের মরশুমে আপডেট এলো, সোনার দাম কি কমলো?

গতকাল রবিবার কলকাতায় সোনার বাজারদর ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহের প্রথম দিন আজ সোমবার সকালে বাজার খুলতেই বদলে গেল রূপটা। এদিন কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল অবস্থায়। স্থিতিশীল রইল রূপোর দামও। একনজরে দেখে নিন কলকাতায় আজকের সোনার ও রূপার দাম।

আজ কলকাতায় সোনার দাম (১৫.০৫.২০২৩-সোমবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৮০০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৬৫০ টাকা।

আরও পড়ুন -  ১৪ এপ্রিল প্রকাশ হল ‘ভাব দরিয়ায়’ লগ্নজিতা চক্রবর্তী'র নতুন গান

গতকাল কলকাতায় সোনার দাম (১৪.০৫.২০২৩-রবিবার)
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,৮০০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,৬৫০ টাকা।

আজকের দাম
প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ০০ টাকা।

আরও পড়ুন -  Vidya Balan: বিদ্যা বালন, সঙ্গমের পর যে জিনিসটি পছন্দ করেন

আজ কলকাতায় রূপার দাম (১৫.০৫.২০২৩-সোমবার)
৭৪,৮০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় রূপোর দাম (১৪.০৫.২০২৩-রবিবার)
৭৪,৮০০ টাকা প্রতি কেজি।

আজকের দাম
০০ টাকা প্ৰতি কেজি।

সোমবার বিশ্ব বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী সোনার দাম। রবিবার যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ২০১১.৪১ মার্কিন ডলার। আজ তা সামান্য বেড়ে হয়েছে ২০১৩.৭০ মার্কিন ডলার। কিন্তু প্রভাব দেশীয় বাজারে তেমন একটা পড়েনি।

প্রতীকী ছবি

Latest News

Short Film: মুহূর্তে মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, একদম ভুল করে বাচ্চাদের সামনে দেখা যাবে না

Short Film: মুহূর্তে মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, একদম ভুল করে বাচ্চাদের সামনে দেখা যাবে না।  Short Film টি ১৮+উদ্ধের জন্য করা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img