31 C
Kolkata
Tuesday, May 21, 2024

Bhojpuri: নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেন মোনালিসা এইভাবে খেসারি লাল যাদবের কাছে, ভিডিও দেখে নিন

খেসারি লাল যাদবের সাথে খুবই রোম্যান্স করে সংবাদ শিরোনামে উঠে এলেন অন্যতম সেক্সি অভিনেত্রী মোনালিসা।

Must Read

Bhojpuri: নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেন মোনালিসা এইভাবে খেসারি লাল যাদবের কাছে,
ভিডিও দেখে নিন।

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সেক্সি অভিনেত্রী মোনালিসা এবার খেসারি লাল যাদবের সাথে খুবই রোম্যান্স করে সংবাদ শিরোনামে উঠে এলেন।

মোনালিসা একজন হট অভিনেত্রী। তিনি নিজের কার্ভি ফিগারের মাধ্যমে পরিচিতি লাভ করেছেন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়। তাঁর প্রত্যেকটি ভিডিওতে এইভাবে খোলামেলা পোশাকে অভিনয় করতে ভালোবাসেন। দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে নিজেকে।

আরও পড়ুন -  দীর্ঘ তিন দশকের পথ চলা শেষ করে, কলকাতা থেকে বিদায় নিল নন-এসি মেট্রো

আপনাদের বলি, বিগত কয়েক বছরে যদি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেউ টক্কর দিয়ে থাকে, সেটা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আম্রপালি, মোনালিসা এবং অক্ষরা সিংয়ের মত সেক্সি অভিনেত্রীদের জন্য ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি সফলতার সিংহাসনে রয়েছে।

প্রায় সব ভোজপুরি অভিনেত্রীদের হট ফিগারে বোল্ড হয়েছেন লাখ লাখ যুবক। যারা এখনকার দিনে বলিউডের জনপ্রিয় আইটেম ডান্সারদের ছেড়ে হৃদয় দিয়েছেন ভোজপুরি অভিনেত্রীদের কাছে।

আরও পড়ুন -  California: বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া, তুষার ঝড় এবং বন্যায়

ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সফল জুটির কথা বলা হলে, সেক্ষেত্রে সবাইকে পেছনে ফেলে এগিয়ে আছেন আম্রপালি ও নিরহুয়া জুটি। এই সুপারহিট জুটিতে ৩০টির বেশি সিনেমা নির্মিত হয়ে গেছে। আবার শতাধিক অ্যালবাম গান চিত্রায়িত হয়েছে এনাদের।

আরও পড়ুন -  Bhojpuri: রোমান্টিক হয়ে উঠলেন খেসারি লাল যাদব, উত্তপ্ত রোমান্স কাজলের সঙ্গে

উল্লেখ্য, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় সফল জুটি হিসেবে ধরা হয় খেসারি লাল যাদব ও মোনালিসার যুগল পারফরম্যান্সকে। এই জুটির উপর চিত্রায়িত হয়েছে বহু সিনেমা।

একাধিক অ্যালবাম ভিডিওতেও দুজনকে একত্রে দেখা গিয়েছে। যেখানে নিজেদের রসালো যৌবন দেখিয়ে দর্শকদের উত্তপ্ত করতে দেখা গেছে সেক্সি অভিনেত্রী মোনালিসাকে।

Latest News

Bullet Train: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়!

বুলেট ট্রেন: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়! ভারতীয় রেলের উন্নতিতে নতুন অধ্যায়! দ্রুতগামী ট্রেনের মাধ্যমে যাত্রীদের সময় বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img