30 C
Kolkata
Thursday, May 16, 2024

LPG Price: সুখবর ইংরেজি নতুন বছরে, এই নিয়ে গ্যাস সিলিন্ডারের দাম কমল দ্বিতীয়বার

Must Read

LPG Price: সুখবর ইংরেজি নতুন বছরে, এই নিয়ে গ্যাস সিলিন্ডারের দাম কমল দ্বিতীয়বার।

তেল সংস্থাগুলি (ওএমসি) এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে ইংরেজি নতুন বছরে। দ্বিতীয়বারের মতো ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। ২২ ডিসেম্বর যেখানে এই সেগমেন্টে প্রতি সিলিন্ডারে ৩৯ টাকার বেশি কমানো হয়েছিল, এবার আরও কিছুটা কমানো হলো।

আরও পড়ুন -  কালী পূজার রাতে মহাশ্মশানে ভিড় জমান তান্ত্রিকেরা, নীরবে হয় তন্ত্র সাধনা

নতুন বছরে তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১.৫০ টাকা কমিয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে। যদিও ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কয়েক মাস ধরে ঘরোয়া সিলিন্ডারের দাম স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন -  LPG Connection: বড় খবর এলপিজি গ্রাহকদের জন্য, এক্ষুনি জেনে নিন

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইট অনুযায়ী, আজ থেকে ১৯ কেজির ইন্ডেন সিলিন্ডারের নতুন দাম লাগু করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দিল্লিতে প্রতি সিলিন্ডার ১৭৫৫ টাকা, কলকাতায় ১৮৬৯ টাকা, মুম্বাইয়ে ১৭০৮ টাকা ও চেন্নাইতে ১৯২৪ টাকা।

ঘরোয়া সিলিন্ডারের, দিল্লিতে ১৪.২ কেজির ইন্ডেন সিলিন্ডারের দাম ৯০৩ টাকা, কলকাতায় ৯২৯ টাকা, মুম্বইয়ে ৯০২ টাকা ও চেন্নাইতে ৯১৮ টাকা। ২০২৩ সালের ৩০ আগস্ট মাসের পর থেকে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়নি।

আরও পড়ুন -  গ্যাস সিলিন্ডার মেয়াদ শেষ হয়ে গেলে ব্যবহার করবেন না, চেক করুন সিলিন্ডার এইভাবে

তেল সংস্থাগুলি বিমান জ্বালানির দামও হ্রাস করেছে। প্রতি কিলো লিটারে দাম কমেছে প্রায় ৪,১৬২.৫০ টাকা।

Latest News

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি, ঐতিহ্য এবং...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img