34 C
Kolkata
Wednesday, May 15, 2024

Ayushman Card: বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার, বানিয়ে ফেলুন এই কার্ড, জানুন এই নিয়ম

Must Read

আয়ুষ্মান ভারত যোজনা চালু করেছে দেশের প্রতিটি অংশে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য মোদী সরকার প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প এর মাধ্যমে কোটি কোটি নিম্ন আয়ের গোষ্ঠী ও মধ্যবিত্ত মানুষ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাচ্ছেন।

২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর কেন্দ্র সরকার এই প্রকল্প চালু করেন। আপনি এই স্কিমের সুবিধা নিতে চান, সহজেই আবেদন করতে পারেন।

আয়ুষ্মান ভারত যোজনার জন্য আবেদন করার আগে এর যোগ্যতা সম্পর্কে তথ্য জানা প্রয়োজন। দরিদ্র এবং কম আয়ের মানুষের জন্য সরকার এই প্রকল্প চালু করেছে। উপজাতীয় (এসসি / এসটি) গৃহহীন, দুঃস্থ, দাতব্য ও শ্রমিক ইত্যাদি মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন -  বাংলা কিশোর সাহিত্যের অন্যতম সাহিত্যিক, বুদ্ধদেব গুহ প্রয়াত হলেন

যদি আপনার যোগ্যতা পরীক্ষা করতে চান তবে পিএমজেএওয়াইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এখানে Mi Eligible ট্যাবে ক্লিক করুন। এর পরে সেই পৃষ্ঠায় প্রেরণ করা হবে যেখানে সহজেই আপনার যোগ্যতা পরীক্ষা করতে পারবেন। এখানে আপনার মোবাইল নম্বর ও রেশন কার্ড নম্বর দিতে হবে। কয়েক মিনিটের মধ্যে আপনার যোগ্যতা জানতে পারবেন।

এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা দেশের সরকারি বা বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। সেই সাথে হাসপাতালে ভর্তি হওয়ার পরেও পরবর্তী ১৫ দিনের সমস্ত খরচ বহন করে সরকার।

আরও পড়ুন -  ম্যাঙ্গো রেসিপি

এই স্কিমের বিশেষ বিষয় হল, এতে পরিবারের সকল সদস্য তাদের বয়স এবং সংখ্যার কথা মাথায় রেখে এই প্রকল্পের সুবিধা পাবেন। আপনাকে নগদে এক টাকাও দিতে হবে না, আয়ুষ্মান যোজনা একটি সম্পূর্ণ নগদহীন প্রকল্প।

কিভাবে আবেদন করবেন?

1) আয়ুষ্মান ভারত যোজনার জন্য আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
2) নতুন নিবন্ধনের জন্য ‘নতুন নিবন্ধন’ বা ‘আবেদন’ ট্যাবে ক্লিক করতে হবে।
3) তারপরে আপনার নাম, লিঙ্গ, আধার নম্বর ও রেশন কার্ড ইত্যাদি তথ্য দিতে হবে।

আরও পড়ুন -  Hair Straight: মেথি সোজা রাখবে চুল

4) মনে রাখবেন আপনি যে তথ্য প্রবেশ করাবেন তা সঠিক হওয়া উচিত ও এটি ক্রস চেক করুন।
5) অনুরোধকৃত সমস্ত নথি আপলোড করুন।
6) আপনি পুরো আবেদন ফর্মটি দেখুন, তারপরে এটি জমা দিন।
7) আবেদন জমা দেওয়ার পরে, কর্মকর্তারা আপনার আবেদনটি পর্যালোচনা করবেন।
8) তারপরে আপনি সহজেই আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে একটি স্বাস্থ্য কার্ড পাবেন।

Latest News

Team India New Coach: দ্রাবিড় যাওয়ার পথে, নতুন কোচের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে BCCI

Team India New Coach: দ্রাবিড় যাওয়ার পথে, নতুন কোচের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে BCCI.  টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। ভারতীয়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img