31 C
Kolkata
Friday, May 3, 2024

নিজের বাড়ির লোকেশন যুক্ত কি ভাবে করবেন গুগল ম্যাপে? জানুন পদ্ধতি

Must Read

এখন প্রযুক্তি দারুন উন্নতির করেছে। এই উন্নয়নের ব্যাপকতার জন্য মানুষের জীবনমান খুব সহজ হয়েছে।

যদি অপরিচিত কোনো গন্তব্যে যেতে চাইলে গুগল ম্যাপের সাহায্যে আগেই দেখে নেয়া যায়। আপনার সার্চ করা স্থানটির ঠিকানা কেউ যুক্ত করে দিয়েছে গুগল ম্যাপে, ফলে খুব সহজেই আপনি সেটি খুঁজে পেয়ে যান। অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের ঠিকানা গুগল ম্যাপে যুক্ত থাকে না। আবার অনেকেই নিজের বাড়ি, এলাকা বা অফিসসহ বিভিন্ন জায়গা ম্যাপে যুক্ত করেন। তাতে সহজেই ওই ঠিকানায় পৌঁছানো সহজ হয়।

আরও পড়ুন -  তেল ছাড়া ফ্রাইড রাইস ! পড়ুন কি ভাবে করতে হয়

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপের কারণে বিশ্বের কোনো শহর বা রাস্তা এখন কারও কাছে অচেনা নেই। ঘরে বসেই গুগল ম্যাপের মাধ্যমে ঘুরে আসা যাচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে।

এখন আসুন জেনে নেয়া যাক, নিজের বাড়ি বা পছন্দমতো লোকেশন গুগল ম্যাপে যুক্ত করার নিয়মগুলি।

আরও পড়ুন -  Quran App: কোরআন অ্যাপ সরিয়ে নিলো অ্যাপল

নিজের বাড়ি, দোকান অথবা প্রতিষ্ঠানের লোকেশন গুগল ম্যাপে যুক্ত করলে আর কাউকে নিজের বাড়ি চেনাতে হবে না। গুগলেই লোকেশন দেখে নিয়ে পৌঁছাতে পারবেন।

প্রথমে গুগল ম্যাপ অ্যাপটি আপনার মোবাইল ফোনে সাইন ইন করুন। তারপর কন্ট্রিবিউশন অপশন থেকে মিসিং প্লেস অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর উপরের নামের ঘরে বাড়ির যে স্থানটি যুক্ত করতে চান, সেই নামটি দিয়ে দিন।

আরও পড়ুন -  আফগানিস্তানে পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে, প্রতিবেশী দেশ ইরান

আপনি চাইলে বাড়ির ছবি যুক্ত করতে পারেন। প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে এবার সাবমিট করে দিন।

লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। তারপর একটি মেইলে জানিয়ে দেওয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার ঠিকানাটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে।

ছবিঃ সংগৃহীত।

Latest News

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া

Bhojpuri: প্রায় ২৩ লাখের বেশি মানুষ দেখলেন, অঞ্জনা সিংয়ের সাথে এই রকম করে রোমান্সে মাতলেন নিরহুয়া।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img