33 C
Kolkata
Saturday, May 18, 2024

অগ্নিকাণ্ড চলন্ত ট্রেনে, নিহত ১০

Must Read

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চলন্ত ট্রেনে। অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। শনিবার ভোরে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটির প্যান্ট্রি কারে আগুন লেগে যায়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিরুপতি-রামেশ্বমর থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন -  শুভেন্দু অধিকারী দিল্লিতে যাচ্ছেন, অমিত শাহর সঙ্গে কথা বলতে

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে বিধ্বংস ট্রেনটি একটি পর্যটন ট্রেন ছিল। ঘটনার সময় সেটি দাঁড়িয়ে ছিল মাদুরাই রেলস্টেশনের বাইরে।

আহতদের মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে ও উদ্ধার কাজ চলছে।

আরও পড়ুন -  Monalisa: ঝুমা বৌদি, বিকিনিতে হট লুকে, উষ্ণতা ছড়ালেন

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে চলছিল রান্না-বান্না। তীর্থযাত্রীরা সেটি করছিলেন। সেখান থেকেই আগুন লাগে, তারপর ছড়িয়ে পড়ে। তখন বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।

আরও পড়ুন -  Coconut Milk Katla: চেখে দেখতে পারেন, নারকেল দুধে কাতলা

রেল সূত্রের তথ্য অনুযায়ী, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলেছে, অনেকেই ওই আগুন লাগা কামরা থেকে বের হতে পারলেও বৃদ্ধরা বের হতে পারেননি।

প্রসঙ্গত, গত জুন মাসে উড়িষ্যার করমন্ডলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৯৪ জনের মৃত্যু হয়।

ছবিঃ সংগৃহীত।

Latest News

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন

Web Series: পুত্রবধূ বাড়িতে একলা থাকায় সম্পর্কে জড়ালেন শ্বশুর, এই ভিডিওটি একদম একলা দেখবেন।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img