33 C
Kolkata
Thursday, May 2, 2024

পরীমনির দিনগুলো খুব মনে পড়ে, সেই গ্রামের কথা

Must Read

সিংহখালী গ্রামে যান পরীমনি গত ২৪ মার্চ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা। এখানে গ্রামের দিদিমার বাড়িতে জন্মেছিলেন। অনেকবার গেলেও এবারের যাত্রাটা তাঁর জন্য একটু অন্যরকম। গ্রামের মানুষের জন্য।প্রথমবার পরীর সঙ্গী স্বামী শরীফুল রাজ এবং সন্তান রাজ্য।

এসএসসি পরীক্ষার পরপরই গ্রাম ছাড়েন পরীমনি। অভিনয়ে আসার পরও প্রতিবছর কিছুদিনের জন্য গ্রামে ফিরেছেন। গত চার বছর গ্রামে যেতে পারেননি। হাসতে হাসতে পরীমনি বলেন, ‘আগে দুইবার খবর পাঠিয়েও যেতে পারিনি। বড় ব্যাপার ছিল, কোভিড। তা ছাড়া নিজের জীবনে কিছু ঝড়ঝাপটা গেছে। বিয়ে, বাচ্চা হওয়ারও একটা ব্যাপার ছিল। এবার তাই না বলেই রওনা হয়েছিলাম’

আরও পড়ুন -  Parimony: পরীমনির ছেলের জন্মদিনে জমকালো আয়োজন

গ্রামের আকাশ সীমানায় হেলিকপ্টার দেখেই দূরদূরান্ত থেকে পরিচিত, অপরিচিত লোকজন ছুটে আসেন। পরী বললেন, ‘সঙ্গে রাজ এবং রাজ্য ছিল, এ কারণে মানুষের একটা বাড়তি আগ্রহ ছিল। যখন নামলাম, সবাই ঘিরে ধরেছে। যে মাঠে নেমেছিলাম, ছোটবেলায় জায়গাটা ছিল জলাশয়। এখন মাটি ভরাট করে মাঠ হয়েছে। নামার পর মানুষের ভিড়ে এগোতেই পারছিলাম না। মানুষের এত ভালোবাসা, বাড়ি পৌঁছানোর পর দল বেঁধে দূরদূরান্ত থেকে মানুষ আমাকে এবং আমার সন্তানকে দেখতে আসছেন’।

আরও পড়ুন -  Parimony: পরীমনির খোলা চিঠি, ছেলের জন্মদিনে

ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছেন পরীমনি। গ্রামে গেলে স্কুলজীবনের বন্ধুদের মনে পড়ে। স্বর্ণা ছাড়া ক্লাসের অন্য বন্ধুদের সঙ্গে আর দেখা হয় না। কেউ বিদেশে, কেউ চাকরি নিয়ে ব্যস্ত। কেউ বিয়ে করে গ্রাম ছেড়েছেন। তাঁদের কথা বলতে বলতে আবেগে আপ্লুত হয়ে পড়েন পরী

প্রায় দুই সপ্তাহ হলো গ্রামে আছেন পরীমনি। কেমন কাটছে গ্রামের দিন? পরীমনি বলেন, ‘আমাকে, রাজ্যকে দেখার জন্য কত মানুষ আসছেন! ভালোবাসা দিচ্ছেন, আমাদের সঙ্গে ছবি তুলছেন, খুব উপভোগ করছি। এত ভালোবাসা কোথায় পাব?’

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী, শ্রী নরেন্দ্র মোদী হাজিরায় র-প্যাক্স টার্মিনালটি উদ্বোধন করলেন

দিনের বেলা উঠানজুড়ে দৌড়াদৌড়ি, সন্ধ্যায় সবাই মিলে উঠানে পাটি বিছিয়ে গল্প করে গ্রামে সময় কেটেছে পরীর। পরীর কথা, ‘ঢাকাতে তো আকাশভরা তারা দেখা যায় না। এখানে তারাখচিত রাতের স্নিগ্ধ আকাশ কী যে সুন্দর দেখায়! ওই দিন রাতে চাঁদের আলোয় উঠানে পাটিতে বসা রাজ্যের ছায়া দেখছিলাম, অদ্ভুত সুন্দর লাগছিল। বৃষ্টির রিমঝিম সুরটা এখানে স্পষ্ট বোঝা যায়। তা ছাড়া এখন তো রোজার মাস, ইফতারে গ্রামের পিঠা খাওয়ার মজাই আলাদা’।

ছবিঃ সংগৃহীত

Latest News

Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  ভোজপুরী ভিডিও সং। সংস্কৃতি, ঐতিহ্য...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img