31 C
Kolkata
Sunday, April 28, 2024

“নদী ডাকছে পাহাড় ডাকছে কবিতা”

Must Read

নদী ডাকছে পাহাড় ডাকছে।

বিষ্ণুপ্রিয়া মণিপুর এলে,
পলাশের বেলা ফুলে ফেলে,
কান্দের কমল দেখি মাঝে মাঝে,
মাটির মধ্যে শব্দ হলে ঢেউয়ে উঠে,
কোন নদীর কথা হলো শুনে,
তার মধ্যে স্নান করে,
পাহাড়ের ডাক শুনে ভীষণ হাঁটি করে,
সেই ভাবে কবিতা হয়ে যায় এক দিনে।

আরও পড়ুন -  Semi-Final: নিউজিল্যান্ড টস জিতে ব্যাটিংয়ে

সে নদী হল পদ্মা,
যেখানে ঢেউ আর পুকুর মিলে,
যেখানে মানুষ ও মাছ মিশে থাকে,
আর পাহাড় সে হল হিমালয়,
যেখানে তুমি ও আমি হাঁটি ফেরার পথে,
যেখানে বরফের মধ্যে স্বপ্ন দেখি রাত্রি হয়ে।
এই দুটি সৌন্দর্যের মধ্যে পথ চলছি আমি,
একটি দিন হবে কবিতা যতন না হয় তারই হয়ে।

আরও পড়ুন -  Resort: চাঁদের মতো রিসোর্ট হচ্ছে দুবাইয়ে, ৫০০ কোটি ডলার ব্যয়ে!

শহর থেকে দুরে হেঁটে যাবার পথে,
সেই পথে পাথরের পাশে মেঘের ছায়া,
যেখানে সব আশা এক এক করে নিয়ে আসা,
সেই পথে তোমার সাথে একলা হাঁটা,
মাঝে মাঝে কথার জল ভরে যাওয়া,
আমাদের প্রতি কোথাও পাওয়া,
আমাদের প্রতি কোন না কোন হাসি থাকা।
এই পথে তুমি আর আমি হাঁটছি সাথে,
একটি কবিতা হবে এই মুহুর্তের মধ্যে,
যেন কখনও একসাথে হাঁটতে পারি আর না ভাঁজ করে।

আরও পড়ুন -  Beautiful Face: নিজের সুন্দর চেহারা দেখতে কার না ভালো লাগে ?

Latest News

Short Film: শরীরের খেলা হাঁটুর বয়সী যুবতীর সাথে, তুমুল ঝড়ের গতিতে ভাইরালের পথে এই শর্ট ফিল্ম

Short Film: শরীরের খেলা হাঁটুর বয়সী যুবতীর সাথে, তুমুল ঝড়ের গতিতে ভাইরালের পথে এই শর্ট ফিল্ম।  Short Film টি ১৮+উদ্ধের...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img