34 C
Kolkata
Sunday, May 19, 2024

ফাইনালের পথে বার্সা, ঘরের মাঠে রিয়ালকে হারিয়ে

Must Read

সব কিছুতেই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। শুরুর দিকে এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বাকিটা সময় রক্ষণাত্মক ফুটবলে ব্যবধান ধরে রেখে জয় পায় কাতালানরা। এই জয়ে কোপা দেল রের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বার্সা।

বৃহস্পতিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ১-০ গোলে জিতেছে কাতালান ক্লাবটি। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। জানুয়ারিতে রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। টানা দুই ম্যাচে জয়শূন্য রইলো রিয়াল।

আরও পড়ুন -  দারচিনির সঙ্গে মধু মিশিয়ে খান

ঘরের মাঠে বার্নাব্যুতে আধিপত্য বজায় রেখে খেলা শুরু করে রিয়াল। মাঝমাঠের দখল রেখে আক্রমণে গিয়ে বার্সাকে চমকে দেওয়ার চেষ্টা করে তারা। ১২ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। কিন্তু অফসাইডের কারণে গোলহীন থাকতে হয় রিয়ালকে। এই ম্যাচের একাদশে রবার্ট লেভানদোভস্কি এবং পেদ্রির না থাকাটা ভালোই ভুগিয়েছে বার্সাকে।

আরও পড়ুন -  ত্রয়োদশ আর্বান মোবিলিটি ইন্ডিয়া সম্মেলন ২০২০র উদ্বোধন করবেন হরদীপ সিং পুরি

২৬তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠে রিয়ালের ভুলে বল পেয়ে যায় রাফিনিয়া। তার থ্রু পাস ধরে বক্স থেকে শট নেন ফ্রাঙ্ক কেসিয়ে। কোর্তোয়া সেটি ঠেকিয়ে দিলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। মিলিতাওয়ের পায়ে লেগে বল চলে যায় জালে। চেষ্টা করেও ঠেকাতে পারেননি নাচো ফের্নান্দেস।

বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ চালায় দলটি। যদিও বার্সেলোনা ডিফেন্ডাররা সব বল ঠিকঠাকভাবেই ঠেকিয়ে দিচ্ছিল। ৪৯তম মিনিটে ফেদেরিকো ভালভেরদের পাস বক্সে পেয়ে ভিনিসিউসের নেওয়া শট রক্ষণে প্রতিহত হয়।

আরও পড়ুন -  প্রকৃতির অপূর্ব দৃশ্য...

৭২তম মিনিটে ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হয় বার্সেলোনা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দূর থেকে চেষ্টা করেন রদ্রিগো। নাচো ফের্নান্দেসের বদলি নামা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শটও লক্ষ্যে থাকেনি। সুযোগ পেলে বার্সাও আক্রমণ চালিয়েছে। গোলের দেখা পায়নি আর কেউই। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

ছবিঃ সংগৃহীত

Latest News

ওয়েব সিরিজে রয়েছে রোম্যান্টিক, দারুন জনপ্রিয় হয়েছে, কিন্তু দেখবেন ঘর বন্ধ করে একলা

ওয়েব সিরিজে রয়েছে রোম্যান্টিক, দারুন জনপ্রিয় হয়েছে, কিন্তু দেখবেন ঘর বন্ধ করে একলা।  এই ওয়েব সিরিজ ১৮+উদ্ধের জন্য। আজকের দিনে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img