30 C
Kolkata
Thursday, May 2, 2024

PM Kisan Sanman Nidhi: ১৩ তম কিস্তি পাবেন কৃষকরা, ফেব্রুয়ারি মাসের এই তারিখে, স্ট্যাটাস চেক কি করে করবেন? জানুন

Must Read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য ২০১৯ সালের বাজেটের সময় দেশের পিএম কিষান স্কিমের ঘোষণা করেছিলেন। স্কিম অনুযায়ী দেশের প্রত্যেকটি কৃষক বছরে ৬০০০ টাকা করে পাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।

প্রত্যেক চার মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। কৃষকদের ক্ষমতায়ন করতে কেন্দ্রীয় সরকার এই কিষান সম্মান নিধি প্রকল্প চালাচ্ছে। জানা গিয়েছে, এই ফেব্রুয়ারি মাসেই কৃষকরা পাবেন তাদের ১৩ তম কিস্তি।

আরও পড়ুন -  Gas Cylinder: টোটোতে করে গ্যাস সিলিন্ডার তুলে পালিয়ে যাচ্ছে চোরের দল !

 কৃষকরা তাদের এই কিস্তির অপেক্ষা করছিলেন। অবশেষে হলো সেই অপেক্ষার অবসান। ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে কৃষকদের পিএম কিষান সম্মান নিধির ১৩ তম কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

যদিও PM-Kisan-এর ১৩ তম কিস্তি প্রকাশের বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই এখনও অব্দি।  বেশ কিছু রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে যে ১৩ তম কিস্তির অর্থটি ২৪ ফেব্রুয়ারি, ২০২৩-এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়ে যেতে পারে।

আরও পড়ুন -  Kareena Kapoor: কারিনা মগ্ন কঠোর শরীরচর্চায়, উৎসবের আমেজ কাটিয়ে

জানিয়ে রাখি, একই দিনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ৮ বছর পূর্ণ হবে। আপনার পিএম কিষান সম্মান নিধির স্ট্যাটাস চেক করতে চান, তাহলে মেনে চলতে হবে মাত্র কয়েকটি সহজ স্টেপ।

PM Kishan Status Check 

অফিসিয়াল PM Kisan ওয়েবসাইট https://pmkisan.gov.in/ পোর্টালে যান।
ওয়েবসাইটের ডানদিকে একটি হলুদ রঙের ট্যাব থাকবে যাকে বলা হয় “ ড্যাশবোর্ড”, ড্যাশবোর্ডে ক্লিক করুন।
ক্লিক করার পর আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে।
গ্রাম ড্যাশবোর্ড ট্যাবে, আপনাকে আপনার সম্পূর্ণ বিবরণ পূরণ করতে হবে।
রাজ্য, জেলা, উপ-জেলা ও পঞ্চায়েত অপশন নির্বাচন করুন।
তারপর Show বাটনে ক্লিক করুন।
আপনি আপনার PM Kisan স্ট্যাটাস দেখতে পাবেন।

আরও পড়ুন -  অনুব্রত মন্ডলের কাহিনী সিনেমার গল্পের থেকেও রঙিন

Latest News

Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Bhojpuri: স্বপ্না চৌহানের সঙ্গে জমজমাট রোমান্স করলেন খেসারি লাল যাদব, ভিডিও হয়ে গেল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।  ভোজপুরী ভিডিও সং। সংস্কৃতি, ঐতিহ্য...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img