29 C
Kolkata
Wednesday, May 22, 2024

Kisan Benefit: সুখবর নতুন বছরে, চাল-গম রপ্তানিতে, সরকারের সাথে কৃষকরা লাভবান হয়েছেন

Must Read

কেন্দ্র সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প প্রায় প্রতিনিয়ত নিয়ে আসছে। সেটা নির্বাচনী চমক হোক কি পার্টি প্রোপাগান্ডা, সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। প্রায় গোটা দেশজুড়ে মোদি সরকারের তত্ত্বাবধানে চলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ নিধি ইত্যাদি প্রকল্প। নির্দিষ্ট সময় অন্তর অন্তর উপযোগীরা টাকাও পাচ্ছেন।

পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কেন্দ্রের তরফে দেওয়া হবে। এই প্রকল্পে ৬ হাজার টাকা দেওয়া হবে প্রতি বছর। পাশাপাশি কৃষকদের থেকে ফসল কিনে কেন্দ্রীয় সরকার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গত বছরে।

আরও পড়ুন -  Dawood Ibrahim: দাউদ ইব্রাহিম পাকিস্তানেই রয়েছেন, করেছেন দ্বিতীয় বিয়েওঃ ভাগ্নে

কৃষকদের জন্য সরকার অনেক পরিকল্পনা চালাচ্ছে। প্রকল্পগুলির মাধ্যমে সরকারের লক্ষ্য কৃষকদের কল্যাণ। আর্থিক প্রকল্প ছাড়াও ফসল রপ্তানি করিয়ে কৃষকদের লাভের মুখ দেখিয়েছে বর্তমান মোদি সরকার।

রপ্তানির মাধ্যমে কৃষকরাও তাদের ফসলের ভালো দাম পায়। ২০১৩-১৪ অর্থবছরে কৃষকদের মারফত যত পরিমাণ গম রপ্তানি হয়েছিল সরকারের কাছে, তা সত্যিই প্রশংসাযোগ্য। পরিসংখ্যান অনুযায়ী আর্থিক বছরের দ্বিতীয় ধাপে ১৩৬ শতাংশ গম রপ্তানি বৃদ্ধি পেয়েছে।

শুধু গম রপ্তানি বৃদ্ধি পেয়েছে এমনটা নয়। গমের পাশাপাশি একাধিক ফসল রপ্তানি করে ব্যাপক উপকৃত হয়েছে কৃষকরা। জানা গিয়েছে, গমের পাশাপাশি বাসমতি চাল রপ্তানিও বেড়েছে। এগ্রিকালচার ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল থেকে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরের ছয় মাসে বাসমতি চালের রপ্তানি ৩৭.৩৬ শতাংশ বেড়েছে। প্রতীকী ছবি।

আরও পড়ুন -  ন্যাশনাল পেনশন স্কিমে কোন পরিবর্তন কি আসছে ? কি জানালো কেন্দ্র ?

Latest News

Bullet Train: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়!

বুলেট ট্রেন: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়! ভারতীয় রেলের উন্নতিতে নতুন অধ্যায়! দ্রুতগামী ট্রেনের মাধ্যমে যাত্রীদের সময় বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img