29 C
Kolkata
Wednesday, May 22, 2024

Knock Out Stage: কার বিরুদ্ধে কে খেলবে? নক আউট পর্বে

কাতার বিশ্বকাপ-২০২২

Must Read

১৬টি দল বিশ্বকাপের নক আউট পর্বে পৌঁছেছে। গ্রুপ এ, বি, সি, ডি, ই ও এফ থেকে দুটি করে দলে উঠেছে শেষ ষোলোয়।

এসবিনেশন জানিয়েছে, গ্রুপ এ-র শীর্ষে থেকে নকআউটে উঠেছে নেদারল্যান্ডস। দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সেনেগাল। গ্রুপ বি থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছে যথাক্রমে ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ সি-র শীর্ষে থেকে শেষ করেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড। গ্রুপ ডি-র শীর্ষে থেকে উঠেছে ফ্রান্স। দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। গ্রুপ ই থেকে প্রথম ও দ্বিতীয় হয়ে শেষ ষোলোয় উঠেছে যথাক্রমে জাপান ও স্পেন। গ্রুপ এফ থেকে প্রথম হয়ে পরের রাউন্ডে গিয়েছে মরক্কো। দ্বিতীয় স্থানে শেষ করেছে ক্রোয়েশিয়া।

আরও পড়ুন -  ' মিঠাই ’ সিরিয়াল ছেড়েছিলেন, ফুটফুটে সন্তান অভিনেত্রী প্রিয়মের কোলে এলো

প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ এ-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ বি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। গ্রুপ বি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এ-র দুই নম্বরে থাকা দলের বিরুদ্ধে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইংল্যান্ড খেলবে সেনেগালের বিরুদ্ধে।

আরও পড়ুন -  নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে, এত ভালোবাসায়

 একই ভাবে গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। গ্রুপ ডি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ সি-র দুই নম্বরে থাকা দলের বিরুদ্ধে। আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।  অন্যদিকে ফ্রান্স খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের, বিশ্বের চোখ কাতারে

গ্রুপ ই-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ এফ-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। গ্রুপ এফ-এর শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ই-র দুই নম্বরে থাকা দলের বিরুদ্ধে। জাপানের বিরুদ্ধে খেলবে ক্রোয়েশিয়া। অন্যদিকে, মরক্কো খেলবে স্পেনের বিরুদ্ধে।

গ্রুপ জি ও গ্রুপ এইচ থেকে ইতিমধ্যেই বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গিয়েছে ব্রাজিল ও পর্তুগাল। এক্ষেত্রে ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগাল খেলবে।

ছবিঃ সংগৃহীত।

Latest News

Bullet Train: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়!

বুলেট ট্রেন: মুম্বই-আহমেদাবাদ দূরত্ব সাড়ে তিন ঘন্টায়! ভারতীয় রেলের উন্নতিতে নতুন অধ্যায়! দ্রুতগামী ট্রেনের মাধ্যমে যাত্রীদের সময় বাঁচাতে দীর্ঘদিন ধরে কাজ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img