37 C
Kolkata
Sunday, May 19, 2024

Women’s Referee: নারী রেফারিংয়ে ইতিহাস, রক্ষণশীল কাতারের মাঠে

Must Read

নারীদের পোশাক নিয়ে নানা বিধিনিষেধ রয়েছে কাতারে। বিশ্বকাপ দেখতে আসা নারী সমর্থকদের সতর্ক করা হয়েছে এই পোশাক নিয়ে। খোলামেলা পোশাক পরতে নিষেধ করা হয়েছিলো।

কাতারেই ছেলেদের ফুটবল ম্যাচ পরিচালনা করলেন নারী রেফারি স্টেফানি ফ্রেপার্ট। সহায়তা করেন ব্রাজিলের সহকারী রেফারি নুজা বাক ও মেক্সিকোর কারেন ডিয়াজ মেডিনা।

কাতারের আল বায়াত স্টেডিয়ামে জার্মানি বনাম কোস্টারিকা ম্যাচে স্টেফানি বাঁশি বাজিয়ে খেলা শুরুর নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হল ইতিহাস। পুরুষদের ফুটবল বিশ্বকাপে প্রথম ম্যাচ পরিচালনা করলেন কোরো নারী রেফারি। ফ্রান্সের ৩৮ বছরের নারী রেফারি স্টেফানি নজির গড়লেন।

আরও পড়ুন -  Open Navel: শাড়িতে উন্মুক্ত নাভি, যুবতীর দুর্দান্ত নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বিশ্বকাপ ফুটবলের ৯২ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। পুরুষ রেফারি নারীদের বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলিয়েছেন। কোনো নারী রেফারি কখনো পুরুষদের বিশ্বকাপের ম্যাচ খেলাননি। যদিও নারী রেফারিরা এর আগে পুরুষদের ম্যাচ পরিচালনা করেছেন।

আরও পড়ুন -  পরিচিত হাওড়া স্টেশন আজ যেনো কেমন অচেনা

স্টেফানিই এর আগে ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ পরিচালনা করেছিলেন। এফএ কাপের ম্যাচে দেখা গিয়েছিল নারী রেফারি রেবেকা ওয়েলচকে। ছেলেদের বিশ্বকাপে কখনও মহিলা রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যায়নি। সেই ঘটনাই ঘটল বৃহস্পতিবার রাতে। আবার কাতারের মাঠে।  নারীদের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা রয়েছে।

আরও পড়ুন -  বামনাকৃতি কিছু নক্ষত্রকে শনাক্ত করে সেগুলি জীবের বসবাসযোগ্য বলে বৈজ্ঞানিকরা গবেষণার মাধ্যমে ধারণা করেছেন

উল্লেখ্য, ফ্রান্সে জন্ম ফ্রেপপার্টের। ফুটবল খেলা ও রেফারিংয়ের প্রতি ছোট থেকেই আকর্ষণ। মাত্র ১৩ বছর বয়সেই ফুটবল জগতে প্রবেশ তার। ১৮ বছর বয়সেই অনূর্ধ্ব ১৯ জাতীয় গেমে রেফারিংয়ের দায়িত্ব পান। চলতি মৌসুমে ফ্রেঞ্চ লিগে ১৬টি ম্য়াচ পরিচালনার দায়িত্বে ছিলেন। ২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম নারী রেফারি হিসেবে দেখা যায় স্টেফানি ফ্রেপপার্টকে।

ছবিঃ ইন্টারনেট।

Latest News

ভক্তরা বললেন, ‘ফায়ার ব্রিগেডকে ডাকো’, স্নানের সময় এই রকম বোল্ড ভঙ্গিমায় পোজ দিলেন অক্ষরা সিং

ভক্তরা বললেন, ‘ফায়ার ব্রিগেডকে ডাকো’, স্নানের সময় এই রকম বোল্ড ভঙ্গিমায় পোজ দিলেন অক্ষরা সিং। ভোজপুরী সিনেমা: এক ঝলকঃ ভোজপুরী সিনেমা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img