37 C
Kolkata
Friday, May 17, 2024

Portugal-Uruguay: শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল, উরুগুয়েকে উড়িয়ে

Must Read

ফ্রান্স, ব্রাজিলের পর শেষ ষোলোয় পৌঁছে গেল পর্তুগাল। উরুগুয়েকে ২-০ গোলে হারাল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। ৫৪ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। দ্বিতীয় গোলটিও পেনাল্টি থেকে করেন তিনিই।

রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের কাছে হেরেই বিদায় নিয়েছিল পর্তুগাল। তাই আজ এই ম্যাচটা তাদের কাছে প্রতিশোধ ম্যাচ ছিল সেটা না বললেও হয়। ম্যাচের শুরু থেকে সুয়ারেজ ছিলেন না উরুগুয়ে দলে। অন্যদিকে পাঁজরে চোট পাওয়ার কারণে পর্তুগাল দলে ছিলেন না দ্যানিলো। তার বদলে পেপে খেলেন। প্রথমার্ধে পর্তুগালের দাপট ছিল বেশি। বলের দখল ছিল ৭০ শতাংশ।

আরও পড়ুন -  Brazil Fans In Bangladesh: টুইটারে ফিফার পোস্ট, বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের নিয়ে

৫৫ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় পর্তুগাল। উরুগুয়ের রক্ষণের বাম পাশ থেকে ব্রুনো ফার্নান্দেজ ক্রস করে বল বল জালে জড়ান। প্রথমে মনে করা হচ্ছিল যে, সেই বল রোনালদো মাথা ছুঁয়ে গেছে। তবে পরে তা ব্রুনোর নামের পাশেই যুক্ত হয়।

আরও পড়ুন -  Morocco-Earthquake: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে, নিহতের সংখ্যা ২৮০০ ছাড়াল

৫৯ মিনিটে সেই সুযোগও আসে তাদের সামনে। ভারেলার বাড়ানো ক্রসে কাভানি ভলি করলেও তা লক্ষ্যে ছিল না। ফলে হতাশা নিয়েই ফিরতে হয় উরুগুয়েকে। ৭৬ মিনিটে আবারও সুযোগ আসে উরুগুয়ের সামনে। ম্যাক্সি গোমেজের বুলেট গতির শট গোলবারে লেগে প্রতিহত হলে উরুগুয়ে শিবির হতাশ হয়ে পড়েন।

আরও পড়ুন -  Qatar World Cup: কার মুখোমুখি কে? কাতার বিশ্বকাপের ৩২ দল

শেষ দিকে উরুগুয়ের ডিফেন্ডার হিমেনেজ ব্রুনোকে পেনাল্টি উপহার দেন। স্পট কিক থেকে গোল করে ২-০ ব্যবধানে দলকে শেষ ষোলোয় নিয়ে যান।

২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রোনাল্ডোর পর্তুগাল শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করে ফেলল। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই তাদের গ্রুপশীর্ষে থেকে রাউন্ড অব সিক্সটিনে যাওয়া নিশ্চিত হবে।

ছবিঃ ইন্টারনেট।

Latest News

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা

Dance Video: বৃদ্ধার অপূর্ব নাচ হিন্দি গানের সাথে, চোখে রয়েছে কালো চশমা, চারিদিকে হচ্ছে প্রশংসা।  তা হলে এটা সত্যি হলো...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img