39 C
Kolkata
Friday, April 26, 2024

Neymar Injury: নেইমার ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন

Must Read

 বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

 ৬২ মিনিট ও ৭৩ মিনিটে রিচার্লিসনের গোলে জয় নিশ্চিত করে সাম্বা বাহিনী। ৭৯ মিনিটে দলের চিন্তা বাড়িয়ে মাঠ ছাড়েন ব্রাজিল তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। মাঠ ছেড়ে বেরনোর সময় দেখা যায় নেইমার তার ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন। ঘটনায় উদ্বেগ বেড়েছে ব্রাজিল দলে।

পিএসজি ফরোয়ার্ডকে সারা ম্যাচ জুড়ে কড়া ট্যাকেল করেন সার্বিয়ান নেমানিয়া গুদেল এবং নিকোলা মিলেনকোভিচ। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতেই মাঠ ছাড়তে বাধ্য হন। রিজার্ভ বেঞ্চে বসে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

আরও পড়ুন -  Neymar: নেইমার আবার বাবা হতে চলেছেন

পাওয়ার ফুটবলের উপর নির্ভর করে বারবার নেইমারকে আটকে দেন সার্বিয়ার হেড কোচ ড্রাগন স্টোকোভিচের ছেলেরা। শারীরিক সক্ষমতা দিয়ে নেইমারের খেলা নষ্ট করে দেওয়ার পাশাপাশি তাকে চার্জ করতেও দেখা গেল। নেইমারকে প্রথমার্ধেই পাঁচবার ফাউল করে সার্বিয়া।

 ভিনিসিয়াস বলেন, নেইমার আঘাত পেয়েছে, তবে আশা করি এটা বড় কিছু নয়। যদিও ব্রাজিলের কোচ তিতে ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নেইমারের না খেলার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। দলের ডাক্তার রদ্রিগো লাসমার এই বিষয়ে কোচের তুলনায় কম আশাবাদী বলে জানা গিয়েছে।

আরও পড়ুন -  IND Vs SL: তৃতীয় ODI ম্যাচে হবেন ছাঁটাই এই ক্রিকেটার, রোহিত শর্মার মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছেন

 ডাক্তার লাসমার বলেন, নেইমারের ডান পায়ের গোড়ালিতে আঘাত লেগেছে। সে বেঞ্চে থাকাকালীনই আমরা চিকিৎসা শুরু করি। ভাল মূল্যায়নের জন্য আমাদেরকে অবশ্যই ২৪-৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে।

ব্রাজিল তারকা স্ট্রাইকার নেইমার ম্যাচের ৬৮ মিনিটে চোট পেয়েও খেলা চালিয়ে যান এবং রিচার্লিসনের বিস্ময়কর গোলে তার যথেষ্ট অবদান ছিল।

নেইমারের চোটের বিষয়ে ব্রাজিল কোচ তিতে বলেছেন, খেলার সময় চোট পেয়েও দলের কথা ভেবে মাঠ ছেড়ে উঠে যাননি তিনি। এই ঘটনাকে অসাধারণ বলে বর্ননা করেছেন তিতে। তিতে জানিয়েছেন যে, এই বিশ্বকাপে নেইমারের খেলা চলিয়ে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

আরও পড়ুন -  Mobile Phone: মোবাইলে গেম খেলতে না দেওয়ায় মাকে গুলি করে হত্যা

 ম্যাচের নায়ক রিচার্লিসনও নেইমারের ফিটনেস নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, মনে হচ্ছে নেইমার গোড়ালিতে আঘাত পেয়েছেন। ডোপ টেস্টে যাওয়ার আগে আমি তাকে দেখেছিলাম এবং চোটের জায়গায় বরফ দিতে বলেছিলাম। পরের ম্যাচের আগে তার সুস্থ হয়ে ওঠা আমাদের জন্য ১০০ শতাংশ গুরুত্বপূর্ণ। ছবিঃ ইন্টারনেট।

Latest News

Weather Forecast: তাপপ্রবাহ জেলায় জেলায়! সাথে রয়েছে ভ্যাপসা গরম

Weather Forecast: তাপপ্রবাহ জেলায় জেলায়! সাথে রয়েছে ভ্যাপসা গরম।  গরমকালের আবহাওয়া: প্রখর রোদ, প্রকৃতির রঙিন রূপ। গ্রীষ্মকাল, বছরের সেই সময় যখন...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img