43 C
Kolkata
Tuesday, April 30, 2024

Beautiful Hair: ঝলমলে চুল পেতে, বিশেষ টিপস

Must Read

 কে না পছন্দ করে সুন্দর এবং ঝলমলে চুল। ঝলমলে চুল পেতে প্রয়োজন বিশেষ যত্নের। কিছু নিয়মাবলী মেনে চলা উচিৎ চুলের যত্নে।

বিশেষ কিছু টিপস

  •  সূর্যের আলো, রোদ, ধুলোবালি এবং বৃষ্টি থেকে সুরক্ষিত রাখুন।
  •  ৩-৪ দিন সপ্তাহে ভালো শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে হবে।
  •  নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন।
  •  স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। ফাস্ট ফুড না খেলে খুব ভালো।
  • হট অয়েল ম্যাসাস নিয়মিত করবেন।
  • ভেজা চুল আঁচড়ানো একদম উচিৎ নয়। তাতে চুল ভেঙে যায়। ভেজা চুল সাবধানে ট্রিট করুন।
  • চুল ধোয়ার সময় ঠান্ডা জল ব্যবহার করবেন।
  •  ঘুমানোর সময় শক্ত করে বেণী করে রাখবেন না। ঘুমানোর আগে শক্ত করে বেণী করা থেকে বিরত থাকুন।
  •  অতিরিক্ত হিট প্রয়োগ করা থেকে বিরত থাকুন।
  • চুলে নিয়মিত তেল দেবেন।
  •  নিয়মিত ব্রাশ করুন। এতে করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যেটা চুলের খুব দরকার। প্রতীকী ছবি।
আরও পড়ুন -  বিজেপি মহিলা মোর্চার কর্মসূচিতে ধুন্ধুমার, গ্রেফতার বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল

Latest News

Bank Holiday: ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক মে মাসে, ছুটির তালিকা দেখুন

Bank Holiday: ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক মে মাসে, ছুটির তালিকা দেখুন।  ২০২৪ সালে মে মাসে ১৪ দিনের জন্য ব্যাঙ্ক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img