30 C
Kolkata
Thursday, May 16, 2024

Kali Puja-2022: শিলিগুড়ির পাল পাড়া ও চয়ন পাড়া যেন প্রদীপ নগরী

Must Read

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ   শিলিগুড়ির পাল পাড়া ও চয়ন পাড়া যেন প্রদীপ নগরী।

আর কয়েকদিন পরেই আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো,শিলিগুড়ির চয়ন পাড়া,পাল পাড়ায় ব্যস্ততা তুঙ্গে।অন্তত ৬০ টি পরিবার এই প্রদীপ তৈরীর কাজ করে থাকেন।শুধু শহর নয়, গোটা দেশের বিভিন্ন স্থানে এখান থেকে প্রদীপ সরবরাহ করা হয় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন -  Kolkata Metro: গঙ্গার নিচ দিয়ে পাতালপথে যাতায়াত, কলকাতার নতুন মেট্রো, ক্রিসমাসের মধ্যেই চালু

সাধারণত তিন ধরনের প্রদীপ এখানে তৈরী হয়ে থাকে, ছোট বড় এবং মাঝারি। এই দুই এলাকা যেন প্রদীপ নগরী, কেউ প্রদীপ তৈরী করছেন। কেউ আবার প্রদীপ শুকাতে দিচ্ছেন, কেউ আবার আঁকছেন। সব মিলিয়ে পরিবারগুলির ব্যস্ততা তুঙ্গে রয়েছে।

আরও পড়ুন -  Alexa: অ্যালেক্সা বন্ধ হচ্ছে

Latest News

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি, ঐতিহ্য এবং...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img