30 C
Kolkata
Thursday, May 16, 2024

Acne Problems: এই অভ্যাস বাড়িয়ে দিতে পারে, ব্রণের সমস্যা

Must Read

উৎসবের সময়ে মুখে ব্রণ উঠতে থাকা মানেই মন খুব খারাপ হয়ে যায়। নজর দিতে হবে ব্রণ কমানোর দিকে।

 সবার আগে খুঁজে বের করা প্রয়োজন, ব্রণের কারণ। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এমন অনেক বিষয় রয়েছে যেগুলি নীরবে বাড়িয়ে দেয়  ব্রণর সমস্যা।

  • চুলের প্রসাধনী

চুলের কিছু প্রসাধন সামগ্রীতে অতিরিক্ত তেল থাকে। এই তেল মাথার ত্বকে থাকা রন্ধ্রগুলির মুখ বন্ধ করে দেয়।  মাথায় মাখার প্রসাধনী ঠিক মতো পরিষ্কার না করা হলেও একই সমস্যা দেখা দিতে পারে। তাতেই মাথার ত্বকে ও সংলগ্ন অঞ্চলে দেখা দিতে পারে ব্রণ।

  • সানস্ক্রিন
আরও পড়ুন -  মোটর গাড়ির মালিকের নমিনির নাম নথিভুক্তির জন্য সংশ্লিষ্ট আইনটি সম্পর্কে জনসাধারণের মতামত আহ্বান

রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন লোশন মাখা খুবই জরুরি। কিন্তু প্রয়োজনের বেশি মাখলে, বাড়তি ক্রিম বা লোশন থেকে যেতে পারে ত্বকে। বেশি সানস্ক্রিন ক্রিমও বন্ধ করে দিতে পারে ত্বকের বিভিন্ন রোমকূপ। তার ফলে তৈরি হতে পারে ব্রণ।

  • দাড়ি কামানো
আরও পড়ুন -  Shakib-Porimoni: পরীমণি কান্ডে ‌মুখ খুললেন বাংলাদেশের ‘নবাব’ শাকিব খান

দাড়ি কাটলে কিংবা মুখের লোম তুলতে ওয়াক্সিং করালে অনেক সময়ে দেখা দিতে পারে ব্রণ। রোমকূপে প্রদাহ তৈরি হলে কখনও কখনও সেগুলি ফুলে ওঠে।

  • গর্ভনিরোধক বড়ি
আরও পড়ুন -  EVM মেশিনে করা হয়েছে কারচুপি, কংগ্রেস এর অভিযোগ

 নারীকে নিয়মিত গর্ভনিরোধক বড়ি খেতে হয়। এই ধরনের ওষুধের মধ্যে যেগুলি হরমোন নির্ভর, সেই ওষুধগুলির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মুখে ব্রণ দেখা দেয়। এই রকম সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Latest News

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি, ঐতিহ্য এবং...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img