31 C
Kolkata
Sunday, May 19, 2024

Subhashree Ganguly: আবারও দুর্গা রূপে শুভশ্রী জি বাংলায়, শিব-মহিষাসুর কে হবেন?

Must Read

 শরৎ এর ভোরে টুপটাপ খসে পড়া শিউলি। আকাশে তুলোর মতো মেঘ, নতুন জামার গন্ধ, পুজোর কয়েক মাস আগে থেকেই ব্যস্ততা শুরু হয় স্টুডিওপাড়ায়।

 আগে শুধুমাত্র দূরদর্শনে সম্প্রচারিত হত ‘মহিষাসুরমর্দিনী’। বর্তমানে চ্যানেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিটি চ্যানেল ‘মহিষাসুরমর্দিনী’-র অনুষ্ঠান হয়। গত বছর জি বাংলায় শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)-কে দেখা গিয়েছিল ‘মহিষাসুরমর্দিনী’ রূপে। চলতি বছর আবারও একই চ্যানেলে মা দুর্গার রূপে দেখা যাবে।

আরও পড়ুন -  বাবা বলে ডাকতেই, ইউভানকে কাঁধে নিয়ে আনন্দে আত্মহারা রাজ !

প্রথম দিকে ‘মিঠাই’ সৌমিতৃষাকে দুর্গা রূপে দেখা যাওয়ার গুজব রটলেও জি বাংলার তরফে শুভশ্রীকেই বেছে নেওয়া হয়েছে ‘মহিষাসুরমর্দিনী’ রূপে। শোনা যাচ্ছে, জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে মহাদেবের চরিত্রে দেখা যাবে রুবেল দাস (Rubel Das)কে।

আরও পড়ুন -  সমস্ত ফিচারে সজ্জিত Galaxy S24 Ultra, AI প্রযুক্তির Samsung স্মার্টফোন

‘যমুনা ঢাকি’ সিরিয়ালের মাধ্যমে দর্শকদের কাছে যথেষ্ট পরিচিত মুখ রুবেল। নাচে পারদর্শী হওয়ার কারণেই রুবেলকে দেখা যাবে মহাদেবের চরিত্রে। পার্বতীর ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। অবাক কান্ড হল মহিষাসুরের ভূমিকায় অভিনয় করবেন একজন নৃত্যশিল্পী।

আরও পড়ুন -  Subhashree Ganguly: প্যান্ট পরতেই ভুলে গেলেন! শুভশ্রীর কাণ্ডে ট্রোলের ঝড় নেটপাড়ায়

জি বাংলার প্রতিদ্বন্দ্বী স্টার জলসায় মহালয়ার অনুষ্ঠানে পার্বতীর ভূমিকায় দেখা যেতে পারে সোনামণি সাহা (Sonamoni Saha) কে। বিষ্ণুর চরিত্রে থাকতে পারেন দিব্যজ্যোতি (Dibyajyoti)।

Latest News

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন।  ভোজপুরী সিনেমা: এক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img