32 C
Kolkata
Wednesday, May 15, 2024

Taiwan Strait: তাইওয়ান প্রণালীতে চীনের মহড়া, আক্রমণের প্রস্তুতি নিতেই

Must Read

তাইওয়ানে আক্রমণ চালানোর প্রস্তুতির জন্য চীন সামরিক মহড়াকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন -  Taiwan: মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালিতে

তাইওয়ানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে সামরিক পদক্ষেপের অজুহাত হিসেবে বেইজিং ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জোসেফ উ।

জোসেফ উ বলেন, চীনের আসল উদ্দেশ্য তাইওয়ান প্রণালি ও পুরো অঞ্চলের স্থিতাবস্থা পরিবর্তন করা।

আরও পড়ুন -  Sydney Floods: প্রায় ৫০ হাজার মানুষ ঘরহীন, সিডনি বন্যায় ভাসছে‌

চীনের তীব্র আপত্তি সত্ত্বেও গত সপ্তাহে পেলোসি স্বশাসিত তাইওয়ান সফর করেন। তার তাইওয়ান সফরে ক্ষুব্ধ হয় চীন।

পূর্বঘোষণা অনুযায়ী, চীনের সামরিক মহড়া গত রবিবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা শেষ হয়নি। চীনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের সামরিক মহড়া আজও অব্যাহত আছে।

আরও পড়ুন -  সঙ্গীতজগতের এক বিতর্কিত নাম হল নোবেল, ফের চর্চায় গায়ক !

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img