30 C
Kolkata
Sunday, May 5, 2024

শিল্পী নির্মলা মিশ্র প্রয়াত

Must Read

 নক্ষত্রপতন সঙ্গীত জগতে। বাংলা গানের দুনিয়ায় এক যুগের অবসান। চলে গেলেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র।

আপামর বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন শিল্পী। তিনি উপহার দিয়েছেন, ‘তোতাপাখি’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম এই রকম বহু গান।

আরও পড়ুন -  কলকাতার কোভিড যুদ্ধে উডল্যান্ডস এর উপহার স্বতন্ত্র ভ্যাক্সিনেশন সেন্টার

 পরিবার সূত্রে খবর, শনিবার রাত ১২টা ৫ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হন শিল্পী। দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। রেখে গেলেন স্বামী, পুত্র ও পুত্রবধূকে।

আরও পড়ুন -  Omicron: হার্ট অ্যাটাকে মৃত্যু, পরে জানা গেলো ওমিক্রন

 চিকিৎসকেরা জানান, গত ৫ বছর ধরেই তিনি অসুস্থ ছিলেন। তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

 রবিবার সকালে প্রথমে তাঁকে বাড়িতে আনা হবে। ১০টা নাগাদ রবীন্দ্রসদনে শায়িত রাখা হবে। সেখানে অনুরাগীরা শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকতে পারবেন। রবীন্দ্রসদন থেকে নিয়ে যাওয়া হবে রাজ্য সঙ্গীত অ্যাকাডেমিতে। তাঁর পর শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন -  তামিল অভিনেতা বিবেক প্রয়াত

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img