33 C
Kolkata
Monday, May 13, 2024

Padma Bridge: তৈরি হলো গান, স্বপ্নের ‘পদ্মা সেতু’

Must Read

 ‘পদ্মা সেতু’ চালু হতে যাচ্ছে আগামী ২৫ জুন। সেতু নিয়ে তৈরি হলো গান। যেখানে কণ্ঠ দিয়েছেন,জনপ্রিয় ছয় শিল্পী আঁখি আলমগীর, কোনাল, সাব্বির জামান, কিশোর, রাজীব ও ঝিলিক। শনিবার পদ্মা সেতু সংলগ্ন লোকেশনে গানটি দৃষ্টি নন্দন এক ভিডিওর শুটিং হয়েছে। সেখানে ছয় শিল্পীই অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন -  Bezos-Musk-Zuckerberg: বেজোস-মাস্ক-জাকারবার্গ, বিপুল সম্পদ খোয়ালেন একদিনেই

পদ্মা সেতু নিয়ে তৈরি গানটির কথাগুলো সাজানো এমনভাবে, ‘পদ্মা সেতুর বিজয়গাথা ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন/ কেমন করে এগিয়ে যেতে হয়’। গানটি লিখেছেন মোকাম আলী খান, সুর-সংগীত করেছেন মিল্টন খন্দকার। বিটিভির উদ্যোগে নির্মিত ‘পদ্মা সেতু’ গানটি ভিডিও নির্মাণ করেন মাহবুবা ফেরদৌস। শিগগির গানটি প্রচার শুরু হবে বলে জানা যায়।

আরও পড়ুন -  শিরোনামঃ অনী

কোনাল বলেন, সরকারীভাবে পদ্মা সেতু নিয়ে গান করার উদ্যোগের অংশ হতে পেরেও ইতিহাসের অংশ হতে পেরেছি বলে মনে করি। পদ্মা সেতুর পাশে গিয়ে যখন গানটির শুটিং করছিলাম তখন অন্যরকম অনুভূতি কাজ করছিল।

আরও পড়ুন -  Padma Bridge: দেখে যান পদ্মা সেতু হয়েছে কি না, খালেদা জিয়ার উদ্দেশ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিল্পী সাব্বির বলেন, পদ্মা সেতু আমাদের গর্বের বিষয়, এটা এখন প্রতীয়মান। শিল্পী হিসেবে পদ্মা সেতু নিয়ে গাইতে পেরেছি এটা আমার প্রাপ্তি। স্বপ্নের ‘পদ্মা সেতু’

Latest News

Bhojpuri Video: খেসারির সঙ্গে উদ্দাম রোম্যান্স করতে গিয়ে এইটা ভাঙলেন অক্ষরা সিং, ভিডিওতে তোলপাড়

Bhojpuri Video: খেসারির সঙ্গে উদ্দাম রোম্যান্স করতে গিয়ে এইটা ভাঙলেন অক্ষরা সিং, ভিডিওতে তোলপাড়।  ভোজপুরী ভিডিও সংঃ ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি,...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img