35 C
Kolkata
Wednesday, May 15, 2024

Mariupol: নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে, মারিউপোল স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে থাকা

Must Read

 রুশ বাহিনী দ্বারা অবরুদ্ধ দক্ষিণ-পূর্ব শহর মারিউপোল থেকে আরও ৫০০ বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে। উদ্ধার করার মধ্যে অবরুদ্ধ আজোভস্টাল স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে থাকা বেশ কিছু লোকজন রয়েছেন।শুক্রবার বিবিসি লাইভ এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক এ উচ্ছেদকে ‘একটি জটিল অভিযান’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে, ইউক্রেন ‘সব বেসামরিক এবং সামরিক বাহিনীকে বাঁচাতে’ সবকিছুই চালিয়ে যাবে। তিনি টেলিগ্রামে সহায়তার জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন -  কাঁচের বোতল লুকাচ্ছেন সালমান খান, প্যান্টের পকেটে, ভাইরাল ভিডিও

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেন, শুক্রবার মারিউপোল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার অভিযানের ক্ষেত্রে আজোভস্টাল স্টিলের কারখানার ভেতরে আটকে থাকা ব্যক্তিদের উপর ফোকাস করা হবে।

বার্তা সংস্থা এএফপিকে ফোনে তিনি বলেন, ‘আজ আমরা আজোভস্টালের দিকেই মনোনিবেশ করব।’ তিনি বলেন, ‘অভিযান শুরু হচ্ছে। আমরা এর সফলতার জন্য প্রার্থনা করছি।’

আরও পড়ুন -  আবারো মানবিকতার পরিচয় দিলো মালদা জেলা পুলিশ

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৫০ লাখেরও বেশি মানুষ।

আরও পড়ুন -  Russia: ইউক্রেনের শর্ত অবাস্তব, ফের আলোচনা শুরুর জন্যঃ রাশিয়া

সূত্র জানায়, রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী,হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

 ছবি: বিবিসি

Latest News

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার

Web Series: পরিবারের সঙ্গে একদম এই ওয়েব সিরিজটি দেখা যাবে না, লজ্জার সীমানা পার।  Web Series টি ১৮+উদ্ধের জন্য। ওয়েব...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img