29 C
Kolkata
Tuesday, May 14, 2024

Edit Button: এডিট বাটন চালু করতে যাচ্ছেন টুইটার

Must Read

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার জানিয়েছে, তারা শিগগিরই পরীক্ষামূলকভাবে এডিট বাটন চালু করতে যাচ্ছেন।

বহুদিন ধরে টুইটার ব্যবহারকারীদের দাবির প্রেক্ষাপটে এ বাটনটি চালু করা হচ্ছে। বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

ব্যবহারকারীদের অভিযোগ, তারা যে টুইট করেন, সেগুলো তারা চাইলেও এডিট করতে পারেন না।

আরও পড়ুন -  Sana Ganguly: কন্যা সানাকে ইনস্টাগ্রামে জন্মদিনের শুভেচ্ছা বার্তা সৌরভের

টুইটার ব্লু পরিচালনা বোর্ডের নতুন সদস্য এলন মাস্ক সম্প্রতি সম্পাদনা বৈশিষ্ট যোগ করা নিয়ে একটি অনলাইন সমীক্ষা পরিচালনা করেন।

এক টুইটে এলন মাস্ক জানতে চান যে, লোকজন টুইটারে একটি সম্পাদনা বোতাম চান কিনা। এতে প্রায় ৪ কোটি ৪০ লাখ ভোট পড়েছিল,এর মধ্যে প্রায় ৭৩ শতাংশ ভোট ছিল ‘হ্যাঁ’ ।

আরও পড়ুন -  Shamita Shetty: পর্ণকাণ্ডে জেলে জামাইবাবু, ট্রোলারদের মক্ষম জবাব দিলেন শ্যালিকা শমিতা শেট্টি

পরই নিজের টুইটার অ্যাকাউন্টে করা পোস্টে মাস্ক বলেন, ‘এখন যেহেতু সবাই জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমরা গত বছর থেকে একটি সম্পাদনা বৈশিষ্ট্য নিয়ে কাজ করছি।’

টেসলা বস মজা করে লিখেন, ‘না, আমরা একটি পোল থেকে এ ধারণা পাইনি।’

আরও পড়ুন -  বাস মালিকদের একটা অংশ বাস চালাতে পারছে না, সরকার র্ভূতুকি দিয়ে বাস চালাক

কোম্পানির ভোক্তা পণ্যের প্রধান জে সুলিভানের মতে, ‘সম্পাদনা’ হল ‘বহু বছর ধরে’ সবচেয়ে বেশি অনুরোধ করা টুইটার বৈশিষ্ট্য। প্রতীকী ছবি: আল জাজিরা

Latest News

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি।  ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img