29 C
Kolkata
Tuesday, May 14, 2024

Bangladesh Navy Chief: বাংলাদেশ নৌ-সেনা প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের ভারত সফর

Must Read

বাংলাদেশ নৌ-সেনা প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ২৩-২৯ অক্টোবর পর্যন্ত ভারত সফর করছেন। অ্যাডমিরাল শাহীন ইকবাল নতুন দিল্লিতে ভারতীয় নৌ-সেনা প্রধান ও সেনা প্রধানের সঙ্গে বৈঠকের পাশাপাশি, সরকারের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গেও মিলিত হবেন। দ্বিপাক্ষিক আলাপ-আলোচনায় আন্তর্জাতিক নৌ-সীমানা বরাবর যৌথ টহলদারী, দ্বিপাক্ষিক মহরা বঙ্গোসাগর, নৌ-প্রশিক্ষণ শিবির সহ দু’দেশের প্রতিনিধিদের একে-অপরের দেশ সফর নিয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন -  ‘কাভালা’ গানে নীল ক্রপটপে দুর্দান্ত কোমর নাচিয়ে এই যুবতী তরুণ নেটদর্শকদের পাগল করে দিলেন (Dance Video)

নতুন দিল্লিতে কর্মসূচি শেষ করে অ্যাডমিরাল শাহীন ইকবাল মুম্বাই যাবেন। তিনি সেখানে পশ্চিমাঞ্চলীয় নৌ-সেনা প্রধান ভাইস অ্যাডমিরাল আর হরিকুমারের সঙ্গে মিলিত হবেন। পশ্চিমাঞ্চলীয় নৌ-কমান্ডের যুদ্ধ জাহাজগুলি তিনি পরিদর্শন করবেন। মুম্বাই সফর শেষে অ্যাডমিরাল শাহীন ইকবাল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে সরাসরি অবহিত হতে ওয়েলিংটন ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে যাবেন। তিনি সেখানে ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের কমান্ড্যান্টের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন -  Covid-19: কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য

ভারত ও বাংলাদেশের মধ্যে সুপ্রাচীণ সম্পর্কের বন্ধন, ভাষা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে নিবিড় যোগাযোগ রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের অসাধারণ নিদর্শন সার্বভৌমত্ব, সমতা, আস্থা ও পারস্পরিক বোঝাপড়ার ওপর গড়ে উঠেছে। পারস্পরিক এই বোঝাপড়া দু’দেশের কৌশলগত সম্পর্কের বন্ধনকেও ছাপিয়ে গেছে। ভারত ও বাংলাদেশ এ বছর যৌথভাবে বাংলাদেশ মুক্তি যুদ্ধের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। চলতি বছরের শেষ দিকে বিজয় দিবস উদযাপনের সময় দুই দেশের প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। সূত্রঃ পিআইবি

আরও পড়ুন -  বিজেপি কি কি প্রতিশ্রুতি দিলো?

Latest News

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি

দিনে কত টাকা তোলা যায় ATM থেকে? মাসে কতবার? সব কিছু জানুন ATM কার্ডের নিয়মগুলি।  ডিজিটাল দিনে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img