30 C
Kolkata
Sunday, May 5, 2024

Durga Pujo: গাছ বাঁচাও, সবুজ বাঁচাও

Must Read

আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত চিনাকুড়ি দু নম্বর দুর্গাপুজো নজর কাড়ে এলাকায় ।

তাদের এবছরের থিম গাছ বাঁচাও,সবুজ বাঁচাও।

এই পূজো প্রায় ৪৫ বছর ধরে চলে আসছে।

আরও পড়ুন -  Shreema Bhattacherjee: ব্রহ্মাণি রূপে শ্রীমা, দেবী আদ্যাশক্তি মহামায়া রূপে

করোনা বিধি মেনে তৈরী মন্ডপ মণ্ডপের চারদিক খোলা এবং সামাজিক দূরত্ব মেনে ও কোরোনা বিধিতে সরকারের নির্দেশিকা মেনে পূজো আয়েজন করা হয়েছে বলে জানান উদ্দোক্তারা।

আরও পড়ুন -  Kashful: কাশফুল বলছে মা দুর্গা আসছেন...

এই পূজো মণ্ডপের থিম থেকে সমাজে বার্তা গাছ থাকলে কি উপকারিতা পাওয়া যাই।

সেটাই তুলে ধরা হয় এই পূজো মণ্ডপে!কলিয়ারির শ্রমিকরা মিলে এই এই পুজোর আয়োজন করা হয় বলেও জানা গেছে।

আরও পড়ুন -  মাঝি চলেছে বাড়ির উদ্দেশ্যে

Latest News

সেই আমি আমার মতো

সেই আমি আমার মতো।  আমার স্বপ্ন জ্বলে। চিরকাল পালন করি, আমি স্বপ্ন দেখি। চিরকাল পালন করি,আমি স্বপ্ন দেখি, মনের কথা বলে, কবিতা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img