26 C
Kolkata
Tuesday, May 21, 2024

শিল্পোদ্যোগীদের উৎসাহপ্রদান

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ  ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি স্টার্ট আপ, যা ২০১৬ সালের ১৬ জানুয়ারি সূচনা হয়েছিল। এর মাধ্যমে ভারত সরকার শিল্পোদ্যোগীদের উৎসাহ প্রদান করে চলেছে। সূচনার পর থেকে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত মোট ৪৪ হাজার ৭৬৬ টি শিল্পোদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  স্বাধীনতা সংগ্রামী হিসেবে নির্ভয়ে লড়াই করেছেন বাংলার অগ্নিকন্যারা

রাজ্য ভিত্তিক শিল্পোদ্যোগের সংখ্যা হচ্ছে-

মহারাষ্ট্র- ৮৩৫৩
কর্ণাটক- ৫৯৯৯
দিল্লি- ৫৫৮৭
উত্তর প্রদেশ-৩৮৮০
গুজরাট-২৬২২
হরিয়ানা-২৪৯৫
তেলেঙ্গানা-২৪৬২
তামিলনাডু-২৩৩৮
কেরালা-২০৪৯
রাজস্থান-১৩৫০
পশ্চিমবঙ্গ-১২৭৪
মধ্যপ্রদেশ-১২৬৮
ওড়িশা-৮১৫
অন্ধ্রপ্রদেশ-৭২৪
বিহার-৬৯৭
ছত্রিশগড়-৫২৮
ঝাড়খন্ড-৪০৮
পাঞ্জাব-৩৯২
উত্তরাখণ্ড-৩৫৬
আসাম-৩৩০
জম্মু-কাশ্মীর-১৯২
গোয়া-১৮৬
চন্ডিগড়-১৬৭
হিমাচল প্রদেশ-১০৬
পুদুচেরি-৪৪
মনিপুর-৪২
ত্রিপুরা-৩৪
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ-১৬
নাগাল্যান্ড-১৬
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-১৩
মেঘালয়-৯
অরুণাচল প্রদেশ-৪
মিজোরাম-৪
সিকিম-৪
লাদাখ-১
লাক্ষাদ্বীপ-১

আরও পড়ুন -  Goddess Lakshmi: দেবী লক্ষ্মীর আরাধনা

মোট- ৪৪৭৬৬।

আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে শিল্প ও বানিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সোমপ্রকাশ এই তথ্য জানিয়েছেন। সূত্র – পিআইবি।

Latest News

Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি

Web Series: বিছানায় নিয়ে এসে বোনের প্রেমিকার সঙ্গে রোমান্স করলেন যুবতী, হট দৃশ্যে দিয়ে তৈরি এই ওয়েব সিরিজটি।  Web Series...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img