32 C
Kolkata
Monday, May 13, 2024

কোভিড টিকাকরণের সুবিধাভোগী

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   কোভিড-১৯-এর টিকাকরণের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য জাতীয় বিশেষজ্ঞ গোষ্ঠীর সুপারিশ অনুসারে নিম্ন লিখিত ব্যক্তিদের কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে। এরা হলেন – স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মী, ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং যাদের বয়স ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে যাদের আগে থেকে নির্দিষ্ট অন্যান্য রোগের উপসর্গ বা কোমর্বিডিটি রয়েছে।

কো-উইন ২.০ পোর্টাল / ওয়েবসাইট অথবা আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা যেতে পারে।

নির্দেশিকা অনুযায়ী কো-উইন ২.০তে অনলাইনে নাম নথিভুক্তকরণের জন্য নাগরিকদের আধার কার্ড, ভোটার পরিচিতিপত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এনপিআর স্মার্টকার্ড, ছবি সহ পেনশনের তথ্য ইত্যাদির মধ্যে যে কোন একটি ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন -  Solanki Roy: ব্লাউজ ছাড়াই ‘গাঁটছড়া’-র খড়ি, প্রশংসা না সমালোচনা শুনলেন

কো-উইন ২.০-তে অনলাইনে নাম নথিভুক্তকরণের সয়ম সুবিধাভোগীরা কোভিড টিকাকরণ কেন্দ্র পছন্দ করতে পারবেন।

চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত স্বাস্থ্যকর্মী, প্রথম সারির কর্মী, ৬০ বছর বা তার বেশি বয়সী এবং ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে যাদের অন্যান্য রোগের উপসর্গ রয়েছে, এমন ব্যক্তি মিলিয়ে মোট ৩.০৫ কোটি সুবিধাভোগী কো-উইন ২.০ পোর্টালে নাম নথিভুক্ত করেছেন।

৪৫ থেকে ৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে যাদের কোমর্বিডিটি রয়েছে, সেই ২০টি নির্দিষ্ট কোমর্বিডিটি বা আগে থেকেই অন্যান্য রোগের উপসর্গের তালিকা গুলি হল-

ক্রমিক সংখ্যা

রোগের লক্ষণ

গত এক বছরে হাসপাতালে ভর্তির সঙ্গে হৃদযন্ত্রের সমস্যা

হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর / লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস (এলভিএডি)

আরও পড়ুন -  বড় রদবদল কংগ্রেসের, বড় ভূমিকায় আসতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী ও পিকে

উল্লেখযোগ্যভাবে লেফট ভ্যান্ট্রিকুলার হিস্টোলিকের ৪০ শতাংশের কম কর্মক্ষমতা

হৃদযন্ত্রের কপাটিকায় মাঝারি বা গুরুতর সমস্যা

পিএএইচ বা ইডিওপ্যাথিক পিএএইচ সহ জন্মগত হৃদরোগের সমস্যা

করোনারি আর্টারি রোগ সহ সিএবিজি /পিটিসিএ/এমআই এবং উচ্চরক্তচাপ ও মধুমেহ রোগের চিকিৎসা

করোনারি আর্টারি রোগ সহ সিএবিজি /পিটিসিএ/এমআই এবং উচ্চরক্তচাপ ও মধুমেহ রোগের চিকিৎসা এবং হৃদপিন্ডে রক্ত সরবরাহের অপ্রতুলতা

চিকিৎসা সম্পর্কিত সিটি/এমআরআই নথিভুক্ত স্ট্রোক এবং উচ্চরক্তচাপ/মধুমেহ রোগ

পালমোনারি আর্টারি বা ফুসফুসের ধমনীতে উচ্চরক্তচাপ এবং মধুমেহ রোগের চিকিৎসা

১০

১০ বছরের বেশি সময় ধরে মধুমেহ এবং উচ্চরক্তচাপজনিত সমস্যা ক্ষেত্রে চিকিৎসা

১১

কিডনি/লিভার/হেমাটোপয়েটিক স্টেম সেল প্রতিস্থাপন : প্রাপক অপেক্ষারত তালিকায় রয়েছেন এমন ব্যক্তি

১২

হেমোডায়ালাইসিস/সিএপিডি-তে শেষ পর্যায়ে কিডনির রোগ

আরও পড়ুন -  Covid-19: কোভিড-১৯ এর বিষয়ে সর্বশেষ তথ্য

১৩

মুখের কার্টিকোস্টেরয়েডস/ইমিউনোসপ্রেসেন্ট-এর ওষুধগুলি দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন এমন ব্যক্তি

১৪

অন্ত্রের পচনশীল রোগ

১৫

বিগত ২ বছর ধরে গুরুতর শ্বাস-প্রশ্বাসের রোগ নিয়ে হাসপাতালে ভর্তি

১৬

লিম্ফোমা/লিউকোমিয়া/মেলোমা বা অস্থিমজ্জায় মারাত্মক টিউমারের চিকিৎসা

১৭

২০২০ সালের ১লা জুলাই অথবা বর্তমানে যেকোন ক্যান্সার রোগের চিকিৎসায় থেরাপি

১৮

দেহকোষ রোগ / অস্থিমজ্জার সমস্যা / অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া /গুরুতর থ্যালাসেমিয়া রোগ

১৯

প্রাথমিক ভাবে ইমিউনোডেফিসিয়েন্সি রোগ/এইচআইভি সংক্রমণ

২০

বুদ্ধিগত প্রতিবন্ধকতা/পেশীগত সমস্যা /শ্বসনতন্ত্রের সঙ্গে জড়িত নানা সমস্যা/বধির-অন্ধ সহ একাধিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তির চিকিৎসা

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী অশ্বীনি কুমার চৌবে। সূত্র – পিআইবি।

Latest News

Web Series: রাজসী ভার্মার ঘনিষ্ঠ দৃশ্যে ভর্তি এই সব ওয়েব সিরিজে, নেটদর্শকরা হা করে দেখছেন

Web Series: রাজসী ভার্মার ঘনিষ্ঠ দৃশ্যে ভর্তি এই সব ওয়েব সিরিজে, নেটদর্শকরা হা করে দেখছেন।  Web Series গুলি ১৮+উদ্ধের জন্য।...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img