32 C
Kolkata
Thursday, May 16, 2024

আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ

Must Read

আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ। ছবিঃ টুঙ্কা সাহা।

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
রবিবার আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ উপস্থিত হন। এদিন কলকাতা থেকে নিজের কেন্দ্রে আসার আগে সায়নী ঘোষ দুর্গাপুর তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় এর সাথে দেখা করেন ও রাজনৈতিক পরামর্শ গ্রহণ করেন। এরপর নিজের কেন্দ্রে রওনা হওয়ার পথে কর্মী সমর্থকদের দাবি মেনে রানিগঞ্জে উপস্থিত হন। সেখানে উপস্থিত কর্মীরা ঢাক ডোল বাজিয়ে তাকে স্বাগত জানায়। পাশাপাশি প্রার্থী স্থানীয় মন্দিরে পুজো দিয়ে দেবতার আর্শীবাদ গ্রহণ করে কর্মী সমর্থকদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আসানসোল দক্ষিণ কেন্দ্রে বার্নপুরের প্রান্তিক ক্লাবের উদ্দেশ্যে রওনা হন। যেখানে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। তবে দুপুর ১২ টায় বার্নপুরে সায়নীর পৌঁছানোর কথা থাকলেও প্রায় দেড় ঘন্টা দেরীতে পৌঁছায় প্রার্থী।

আরও পড়ুন -  ইপিএফও (কর্মচারী ভবিষ্য নিধি সংস্থা) চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ৭৩.৫৮ লক্ষ গ্রাহকদের কেওয়াইসি আপডেট করেছে

তবে এদিন আসানসোল দক্ষিণ কেন্দ্রে উপস্থিত হয়ে সায়নী ঘোষ জানিয়েছেন, প্রথমদিনেই স্থানীয় মানুষের ভালোবাসায় তিনি আপ্লুত। এতটা তিনি নিজেই ভাবতে পারেননি। স্বাভাবিক ভাবেই জয়ের ব্যাপারে তিনি নিশ্চিত। তবে আসানসোল দক্ষিণে তার প্রার্থী হওয়াতে দলের অন্দরে ক্ষোভ সৃষ্টি হওয়ার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বলেন, তিনি আশা রাখছেন সবাইকে সাথে নিয়েই চলতে পারবেন। তাছাড়া তিনি মমতা ব্যানার্জির প্রার্থী হয়ে এসেছেন। তাই যারা তৃণমূল ও মমতা ব্যানার্জিকে সমর্থন করেন, তারা সবাই তার সাথে আছেন। একই সাথে কেন্দ্রে তাকে বহিরাগত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মমতা ব্যানার্জি তাদের মত প্রার্থীকে বহিরাগত হিসাবে চিহ্নিত করেননি। অন্য অর্থে শব্দটি প্রয়োগ করেছেন।

আরও পড়ুন -  Sofia Ansari: ঢিলেঢালা পোশাক ব্রা ছাড়াই সোফিয়া আনসারি, এই ভিডিও দেখেই ঘাম...

Latest News

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা

Muskan Baby Dance: টাইট পোশাকে দুরন্ত নাচ দেখালেন মুসকান বেবি, ফিদা দর্শকরা। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ে হচ্ছে জাদুকাঠি। যার সহযোগিতায়...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img