29 C
Kolkata
Thursday, May 9, 2024

ফ্যাক্টরি চত্বরে ঢুকে ভাঙচুর

Must Read

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোল সোমবার জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ির নর্থ এলাকায় অবস্থিত বি এল এ প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামক এক ওয়াকসপে তৃণমূলের বিদায় কাউন্সিলর বাটুল রজক এর নেতৃত্বে একদল এলাকাবাসী ফ্যাক্টরি চত্বরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি ফ্যাক্টরির ম্যানেজার কে মারধর করে বলে অভিযোগ। সোমবারের অতর্কিতে এই ঘটনার জেরে ওই ওয়াকসপে থাকা পুরুষ ও মহিলা সদস্যরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে তড়িঘড়ি আহতকে স্থানীয় হাসপাতালে চিকিৎসারপর জামুড়িয়ায় থানায় বিদায়ী কাউন্সিলর বাটুল রজক সহ ১২ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ এই অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই ফ্যাক্টরিতে মাস দুয়েক আগে কর্মরত ৩ নিরাপত্তারক্ষী কে ফ্যাক্টরি কর্তৃপক্ষ কোনো বিশেষ কারণে কাজ থেকে বরখাস্ত করে, সেই নিরাপত্তারক্ষীদের পুনরায় কাজে বহাল করা, ও এলাকাবাসীদের কিছু আর্থিক সহায়তা প্রদানের দাবি নিয়ে সোমবার ফ্যাক্টরি চত্বরে ঢুকে সেক্সি ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় তাদেরই দলের বেশ কিছু জন সদস্য বচসায় জড়িয়ে পড়ে এরপরই তারা অতর্কিতে ওই ওয়াকসপ এর ম্যানেজার নীরাকর রাউতকে মারধর করলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এরপরই আহত ম্যানেজারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবারের এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর ঘটনাটি সঠিক নয় বলে দাবি করেছেন তাঁর বক্তব্যে। সেখানেই বিজেপির স্থানীয় নেতৃত্ব দাবি করেন তৃণমূলের এটা কালচার হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন -  হল্যান্ড প্রতিনিধিত্ব করবে

Latest News

Muskan Baby: ব্রেক ডান্স করে দেখালেন মুসকান বেবি সাদা কুর্তিতে, ভিডিও ইন্টারনেটে ভাইরাল

Muskan Baby:ব্রেক ডান্স করে দেখালেন মুসকান বেবি সাদা কুর্তিতে, ভিডিও ইন্টারনেটে ভাইরাল।  হরিয়ানভি নাচ: হরিয়ানা, ভারতের উত্তরের একটি রাজ্য, তার সমৃদ্ধ...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img