31 C
Kolkata
Sunday, May 19, 2024

আন্তর্জাতিক শষ্য গবেষণা প্রতিষ্ঠানকে দ্রোণ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ তেলেঙ্গানার হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ক্রপস রিসার্চ ইন্সটিটিউট ফর দ্য সেমি- অ্যারিড ট্রপিক্স (আইসিআরআইএসএটি)-কে অসমারিক বিমান চলাচল মন্ত্রক এবং ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) কৃষি গবেষণার কাজে দ্রোণ ব্যবহারে অনুমতি দিয়েছে।

অসামিক বিমান চলাচল মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী অম্বর দুবে বলেছেন, ভারতে কৃষিক্ষেত্রে দ্রোণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নির্দিষ্টভাবে কিছু কৃষি উৎপাদন, লোকাস্ট নিয়ন্ত্রণ ও শস্যের উৎপাদন বৃদ্ধির মতো কাজে দ্রোণ সহায়ক হতে পারে। সরকার তরুণ শিল্পোদ্যোগী ও গবেষকদের দেশের ৬ লক্ষ ৬০ হাজার গ্রামে স্বল্প মূল্যের দ্রোণের মাধ্যমে নজরদারি চালানোর বিষয়ে উৎসাহিত করছে। এরজন্য ৬ মাস বিশেষ ছাড় দেওয়া হবে। আইসিআরআইএসএটি কৃষি গবেষণায় তথ্য সংগ্রহের জন্য দূর নিয়ন্ত্রিত এয়ারক্র্যাফ্ট ব্যবস্থাপনায় এই কাজ করবে। এরজন্য যেসব শর্ত মানতে হবে সেগুলি হল-

আরও পড়ুন -  Warning: জো বাইডেনের কঠোর হুশিয়ারি, রাশিয়াকে

১) অসামরিক বিমান চলাচল মন্ত্রকের ১৯৩৭ সালের এয়ারক্র্যাফ্ট নিয়মাবলীর ১৫এ নিয়মানুসারে আইসিআরআইএসএটি-কে ছাড় দেওয়া হচ্ছে।

২) দূর নিয়ন্ত্রিত এয়ারক্র্যাফ্ট ব্যবস্থাপনার জন্য আইসিআরআইএসএটি-কে স্থানীয় প্রশাসন, প্রতিরক্ষ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাহিনীর থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হবে।

৩) আইসিআরআইএসএটি বৈধ দ্রোণ নাম্বার সম্বলিত যন্ত্রগুলিই ব্যবহার করতে পারবে।

৪) আইসিআরআইএসএটি-কে দ্রোণ ব্যবহার করার আগে ডিজিসিএ-র কাছে সাধারণ পরিচালন পদ্ধতির বিষয়ে জানাতে হবে।

৫) ডিজিসিএ-র থেকে আকাশপথে ছবি তোলার অনুমতি আইসিআরআইএসএটি-কে সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন -  Rose Jam: চিনি ছাড়া মজাদার গোলাপ জাম

৬) আইসিআরআইএসএটি-ই এই ছবিগুলি ব্যবহার করতে পারবে।

৭) দূর নিয়ন্ত্রিত এয়ারক্র্যাফ্টের ব্যবহার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত করা যাবে।

৮) কোনো আইনী সমস্যা দেখা দিলে আইসিআরআইএসএটি-কে ডিজিসিএ-র কাছে জবাবদিহি করতে হবে।

৯) দূর নিয়ন্ত্রিত এয়ারক্র্যাফ্ট ব্যবস্থাপনার কোন সমস্যা দেখা দিলে সেটির দায়ভার আইসিআরআইএসএটি-র ওপর বর্তাবে।

১০) এই যন্ত্র ব্যবহারে কেউ শারীরিকভাবে আঘাত পেলে চিকিৎসা ও আইনী বিষয়ে তার দায়িত্ব আইসিআরআইএসএটি-র ওপরই বর্তাবে।

১১) দূর নিয়ন্ত্রিত এয়ারক্র্যাফ্ট ব্যবহার করার সময় কোন দূর্ঘটনা হলে তার বীমার দায়ভার আইসিআরআইএসএটি-কে নিতে হবে।

১২) এই যন্ত্র ব্যবহারের সময় ক্ষতিকর কোন সামগ্রী বহন করা চলবে না।

আরও পড়ুন -  অরবিন্দ আকেলা কাল্লু এবং নীলম গিরির ধামাকাদার ডান্স ভিডিও, তুমুল ঝড় তুলেছে ইন্টারনেটে, ট্রেন্ডিং তালিকায় জায়গা করলেন

১৩) দ্রোণ নিয়ে কাজ করার সময় আইসিআরআইএসএটি-কে সুরক্ষা, নিরাপত্তা, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি বিষয়গুলি নজরে রাখতে হবে।

১৪) দূর নিয়ন্ত্রিত এয়ারক্র্যাফ্ট ব্যবহারের সময় সংশ্লিষ্ট মন্ত্রকের অনুমতি ছাড়া ১০ রকমের জায়গায় এটি ব্যবহার করা যাবেনা।

১৫) বিমান বন্দরগুলির কাছাকাছি অঞ্চলে দ্রোণ ব্যবহার নিষিদ্ধ।

১৬) শুধুমাত্র দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষিত লোকেরাই এগুলি ব্যবহার করতে পারবেন।

১৭) সরকারি সংস্থাগুলির নিয়মের বাইরে আইসিআরআইএসএটি সাধারণ পরিচালন পদ্ধতি তৈরি করতে পারবেন না।

১৮) কোন রকমের ঘটনা বা দূর্ঘটনা ঘটলে ডিজিসিএ-র এয়ারসেফটি নির্দেশালয়ে সেটি জানাতে হবে।

এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/link%20(13.11.2020).pdf

সূত্র – পিআইবি।

Latest News

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন

Bhojpuri: মিষ্টি রাতের আলোয় সঞ্চিতার সাথে নরম বিছানায় রোমান্সে মত্ত পবন সিং, ভাইরাল ভিডিও চোখ বুলিয়ে নিন।  ভোজপুরী সিনেমা: এক...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img