বিজেপিকে এক হাত নিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ জে পি নাডার পশ্চিমবঙ্গ সফর নিয়ে বিজেপিকে এক হাত নিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই মর্মে আজ মালদা রথবাড়ি নূর ম্যানশনে সাংবাদিক বৈঠকে অংশ নেন তৃণমূল কংগ্রেসের দুই মুখপাত্র শুভময় বসু, সুমলা আগরওয়াল এবং তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর অম্লান ভাদুরি। এদিন সাংবাদিক বৈঠক করে তারা বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তারা জানান বিজেপি পশ্চিমবঙ্গের সংস্কৃতি জানে না অথচ পশ্চিমবঙ্গের রাজনীতি করতে এসেছে।

আরও পড়ুন -  ২০, ৩০, ৪০, ৫০ প্রত্যেক দশকে সইফের একটি করে সন্তান রয়েছেঃকরিনা কাপুর খান (Kareena Kapoor khan)