Tamil Nadu: নিহত ৫, আহত ৯০ বাস দুর্ঘটনা, তামিলনাড়ুতে
নিহত ৫, আহত ৯০ বাস দুর্ঘটনা, তামিলনাড়ুতে। দুটি বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন তামিলনাড়ুতে। আহত হয়েছেন অন্তত ৯০ জন। আহতদের উদ্ধার করে। হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার তামিলনাড়ুর কুদ্দালোর জেলাতে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নেল্লিকুপ্রাম পুলিশ জানায়, পুদুচেরিগামী একটি বাসের সামনের টায়ার মেলপাট্টমপাক্কামে ফেটে যায় ও চালক … Read more