নিম্নচাপ দুর্বল হচ্ছে, কিন্তু বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা

Published By: Khabar India Online | Published On:

 কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে বঙ্গবাসী। এই বৃষ্টি কমার তেমন কোন লক্ষণ নেই। দাপট কিছুটা কমতে পারে আজ থেকে। তাই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।

 অস্বস্তিকর ভ্যাপসা গুমোট আবারো ফিরে আসতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, দক্ষিণের ছয় জেলায় আজও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

আরও পড়ুন -  PAN Card: প্যান কার্ড রয়েছে আপনার কাছে, জরিমানা হবে কত জানেন? না করলে

 হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরতলিতে। বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রী সেলসিয়াস।

কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কমে হয়েছে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২.৩ মিলিমিটার।

আরও পড়ুন -  Weather Report: ঝড়বৃষ্টি দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে, আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়া দপ্তর জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে দিঘার উপরে এখনো মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। কিন্তু তা গত দুদিনের তুলনায় অনেকটাই দুর্বল। তাই কোন জেলাতেই ভারী বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই।  হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ইত্যাদি জেলায়। গাঙ্গেয় বঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন -  Top Web Series: মুহূর্তে মুহূর্তে রয়েছে ঘনিষ্ঠ দৃশ্য, গভীর রাতে একলা দেখবেন