Janhvi Kapoor: জাহ্নবী কাপুর মাদক বিক্রির ব্যবসায় নামলেন! অভিনয় ছেড়ে

Published By: Khabar India Online | Published On:

‘গুড লাক জেরি’ নামটি শুনে মজাদার মনে হলেও একটু অন্য রকম গল্প। ফিল্মের প্রোমোশনাল ফটোশুটে লাল রঙের গাউন পরে দেখা গিয়েছে জাহ্নবী কাপুর (Janhavi Kapoor)কে। আবারও বড় পর্দায় দেখা যাবে।  এই প্রথম জাহ্নবীকে দেখা যাবে ড্রাগ পেডলারের চরিত্রে।

‘গুড লাক জেরি’ ফিল্মে জাহ্নবী অভিনীত চরিত্রের নাম জয়প্রীত শেঠি (Joypreet Shetty) ওরফে জেরি। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে বড় হয়ে ওঠা জেরির মা ফুসফুসের ক্যান্সারে ভুগছেন। জেরি কাজের সন্ধানে সবার কাছে কাজ চাইছে। একদিন পরিচয় হয় পঞ্জাবি ড্রাগ ডিলারের সাথে। তিনি জেরিকে বলে, মেয়েরা এই কাজ করে না।

আরও পড়ুন -  Zeenat Aman: জিনাত চেয়েছিলেন ভালোবাসা পেতে, মা হওয়ার ইচ্ছা

 বিহারি মেয়ে জেরির সাহস দেখে মুগ্ধ হয়ে যায় ওই ড্রাগ ডিলার। এরপর জেরিও ড্রাগ ডিলার হিসাবে কাজ শুরু। বেআইনি কাজ করতে গিয়ে মৃত্যুভয়ের সম্মুখীন হতে হয় জেরিকে। একসময় ভয়কে জয় করতে শিখে যায় জেরি। একসময় ড্রাগ পাচার করতে করতে ড্রাগ মাফিয়াকেই হাত করে জেরি।

আরও পড়ুন -  Janhvi Kapoor: শ্রীদেবী কন্যা জাহ্নবী, আরও রূপবতী হলেন, চোখ রাখা যাচ্ছে না এই রূপে

সে বুঝিয়ে দেয়, তাকে যেমন নমনীয় দেখতে, বাস্তবে সে তা নয়। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ‘গুড লাক জেরি’-র ট্রেলার। ফিল্মের ট্রেলারে দেখা যাচ্ছে, জেরির প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন দীপক ডোবরিয়াল (Deepak Dobrial)। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিতা বশিষ্ঠ (Meeta Vashisht), সুশান্ত সিং (Sushant Singh) প্রমুখ।

আরও পড়ুন -  Anum Fayaz: পাকিস্তানের অভিনেত্রী, অভিনয় ছাড়লেন, যে কারণে