মাসে অতিরিক্ত ৫০ খরচ, Airtel থেকে Jio—সব রিচার্জই হতে পারে আরও দামি

Published By: Khabar India Online | Published On:

মাসে অতিরিক্ত ৫০ খরচ, Airtel থেকে Jio—সব রিচার্জই হতে পারে আরও দামি।

ভারতের টেলিকম খাতে আবারও রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। ২০২৫ সালের শেষ প্রান্তিক, অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে Airtel, Jio ও Vi-সহ শীর্ষ টেলিকম সংস্থাগুলি তাদের প্রিপেইড এবং পোস্টপেইড পরিষেবার খরচ ১০% থেকে ২০% পর্যন্ত বাড়াতে পারে।

আরও পড়ুন -  Qatar World Cup: কার মুখোমুখি কে? কাতার বিশ্বকাপের ৩২ দল

মূল্যবৃদ্ধির কারণ কী?
এই সম্ভাব্য মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে একাধিক বড় খরচ—যেমন 5G নেটওয়ার্ক বিস্তার ও রক্ষণাবেক্ষণ, নতুন স্পেকট্রাম কেনার ব্যয় এবং টেলিকম পরিকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ। এই বাড়তি ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত গ্রাহকদের ঘাড়েই এসে পড়ছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির জন্য এটি একটি বাড়তি আর্থিক চাপ হয়ে উঠছে।

আরও পড়ুন -  Web Series: গোপনে খেলা করলেন বৌদি অন্য পুরুষের শরীর নিয়ে, কিন্তু প্রাইভেসি নিয়ে দেখবেন সিরিজটি

কী প্রভাব পড়বে গ্রাহকদের ওপর?
বর্তমানে একজন গড় গ্রাহক মাসে ২০০ রিচার্জে খরচ করেন ২৮ দিনের প্ল্যানে। কিন্তু নতুন দামে সেই খরচ বেড়ে ২৫০ হতে পারে। এর ফলে অনেক গ্রাহককেই তাদের মাসিক খরচের পরিকল্পনা নতুন করে সাজাতে হতে পারে।

আরও পড়ুন -  IPL 2023: ‘গোল্ডেন ডাক’ ফাস্ট বলে, রোহিতকে মুক্তি দিলেন দীনেশ কার্তিক, চলতি আইপিএলে লজ্জার রেকর্ড থেকে

ভবিষ্যতের দিকে তাকিয়ে
বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এই মূল্যবৃদ্ধি কোনও হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয় বরং একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যা আগামী ২০২৭ সাল পর্যন্ত ধাপে ধাপে বাস্তবায়িত হতে পারে। যদিও টেলিকম সংস্থাগুলি রাজস্ব বৃদ্ধির উদ্দেশ্যে এই পদক্ষেপ নিচ্ছে, তাতে সাধারণ ব্যবহারকারীদের আর্থিক চাপে পড়ার সম্ভাবনাই বেশি।