Haryanvi Dance Video: হরিয়ানভি ডান্সার মুসকান বেবির দুর্দান্ত নাচে ঘুম উধাও, স্টাইল-এক্সপ্রেশনে মাত দিলেন সবাইকে!

Published By: Khabar India Online | Published On:

Haryanvi Dance Video: হরিয়ানভি ডান্সার মুসকান বেবির দুর্দান্ত নাচে ঘুম উধাও, স্টাইল-এক্সপ্রেশনে মাত দিলেন সবাইকে!

বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়া যেন এক নতুন ট্রেন্ডে পরিণত হয়েছে। এই ট্রেন্ডে নাম লিখিয়েছেন আরেক হরিয়ানভি নৃত্যশিল্পী — মুসকান বেবি। একের পর এক দুর্দান্ত নাচের ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি আগুন লাগিয়ে দিচ্ছেন।

আরও পড়ুন -  চিকিৎসার গাফিলতিতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু

এক্সপ্রেশন আর অঙ্গভঙ্গিতে নজরকাড়া পারফরম্যান্স
মুসকান বেবির ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তার এক্সপ্রেশন, পারফেক্ট ডান্স স্টেপ আর অনবদ্য স্টাইল নজর কেড়েছে ভক্তদের। তার প্রতিটি নাচের ভঙ্গিমায় মুগ্ধতা ছড়াচ্ছে। ইউজাররা কমেন্টে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাকে।

স্টেজে উঠতেই হুড়োহুড়ি, দর্শকদের উন্মাদনা তুঙ্গে
ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে পারফর্ম করার সময় দর্শকরা তাকে এক ঝলক কাছ থেকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন। তার স্টেপ, স্টাইল আর ফ্লেয়ার দেখে দর্শকরা যেন পাগলপ্রায়।

আরও পড়ুন -  স্বপ্না চৌধুরী ব্যাকলেস স্যুট পরে সকলকে নাচিয়ে ছাড়লেন, এই নাচ দেখলে কারেন্ট লাগবে (VIDEO)

স্বপ্না চৌধুরীকেও ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত!
অনেকেই বলছেন, মুসকান বেবির নাচের ধারা এবং স্টেজ প্রেজেন্স এখন হরিয়ানভি ডান্স কুইন স্বপ্না চৌধুরী-র জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক দর্শকের মতে, মুসকান এখন হরিয়ানভি ডান্সের নতুন সেনসেশন।

আরও পড়ুন -  ‘ধামাকেদার’ নাচ দেখালেন মুসকান বেবি, ভিডিও দেখুন, উত্তেজনাপূর্ণ

‘মেরা কে নাপেগা ভারত’ গানে মোহময়ী নাচ
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান পারফর্ম করেছেন ‘মেরা কে নাপেগা ভারত’ গানে। টাইট ফিটিং আউটফিটে তার ঝলমলে পারফরম্যান্স আর দুর্দান্ত এক্সপ্রেশন সবাইকে মুগ্ধ করেছে। মঞ্চে তার এনার্জি ও গ্ল্যামার দেখে অনেকেই রীতিমতো হতবাক!